• ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই চৈত্র ১৪৩০ রাত ০৮:১৭:১৩ (29-Mar-2024)
  • - ৩৩° সে:

মুজিব হত্যার নেপথ্যে কারা তদন্তে কমিশন কেন নয়, হাইকোর্টের রুল


সোমবার ২৩শে জানুয়ারী ২০২৩ দুপুর ০১:০৮



মুজিব হত্যার নেপথ্যে কারা তদন্তে কমিশন কেন নয়, হাইকোর্টের রুল

ছবি সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক : 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার ষড়যন্ত্রের নেপথ্যে থাকা কুশীলবদের খুঁজতে স্বাধীন কমিশন গঠনের নির্দেশনা কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। 

সোমবার (২৩ জানুয়ারি) দুপুরে বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার ও রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সুবীর নন্দী দাস। 

একইসঙ্গে আদালত মন্ত্রী পরিষদ সচিব, আইন সচিব, স্বরাষ্ট্র সচিব এবং অর্থ সচিবকে ৪ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলেছেন। 

এর আগে ২০২১ সালের ২৫ অক্টোবর আইনজীবী সুবীর নন্দী দাস বঙ্গবন্ধু হত্যার ‘কুশীলব’ খুঁজতে তদন্ত কমিশন চেয়ে রিট করেন। পরে এ রিট শুনানিতে মোট ২২ বার সময় নেয় রাষ্ট্রপক্ষ। সোমবারও রাষ্ট্রপক্ষ সময় চাইলে আদালত তা নাকচ করে দেন। 

শুনানিতে রিটকারীর আইনজীবী বলেন, বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনায়কদের হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত কমিশন গঠনের নজির রয়েছে।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ