• ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই বৈশাখ ১৪৩১ রাত ০৮:৩৫:৫৮ (26-Apr-2024)
  • - ৩৩° সে:

এমবাপের নেতৃত্ব প্রসঙ্গে যা বললেন দেশম


মঙ্গলবার ২১শে মার্চ ২০২৩ দুপুর ০২:৩২



এমবাপের নেতৃত্ব প্রসঙ্গে যা বললেন দেশম

ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: 

ফ্রান্সের আক্রমণের নেতৃত্বটা অলিখিতভাবেই কিলিয়ান এমবাপ্পের হাতে। রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সকে শিরোপা জেতাতে দারুণ ভূমিকা রাখা এমবাপ্পে কাতার বিশ্বকাপেও আপন আলোয় ভাস্বর ছিলেন। দলকে তুলেছিলেন ফাইনালে। ফুটবলে অর্জনের পাল্লাটা ভারী হলেও এমবাপ্পের বয়স মোটে ২৪ বছর। এই বয়সেই ক্লাবে নেতৃত্বের স্বাদ পাওয়া এই ফরোয়ার্ডকে কি ফ্রান্স দলেও অধিনায়ক হিসেবে দেখা যাবে? সে প্রশ্নের জবাব দিয়েছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। 

কাতার বিশ্বকাপে ফ্রান্সকে ফাইনালে তুলতে ৮ গোল করেছিলেন এমবাপ্পে। জিতেছিলেন বিশ্বকাপের গোল্ডেন বুট। শিরোপার খুব কাছে পৌঁছেও টাইব্রেকারে হেরে আর্জেন্টিনার কাছে শিরোপাস্বপ্ন বিসর্জন দিতে হয়েছে ফরাসিদের। কাতারে না পারলেও আগামীতেও যে ফ্রান্সের খেলা এমবাপ্পেকে কেন্দ্র করেই আবর্তিত হবে সেটা সহজেই অনুমেয়। 

দলের নিউক্লিয়াস এমবাপ্পের হাতেই কি আনুষ্ঠানিকভাবে নেতৃত্বভার তুলে দিচ্ছেন দেশম? ক্লাব ফুটবলের বিরতিতে সোমবার (২০ মার্চ) সে প্রশ্নের জবাব দিয়েছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী কোচ। 

২৫ মার্চ নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ফ্রান্সের ইউরো বাছাই পর্ব অভিযান। সে ম্যাচের আগে অবশ্য ফ্রান্সের অধিনায়কের পদটা আপাতত খালিই। কাতার বিশ্বকাপের ফাইনালে টাইব্রেকারে ব্যর্থতার দায় নিয়ে জাতীয় দল থেকে অবসর নিয়েছেন দীর্ঘদিন দলকে নেতৃত্ব দেওয়া গোলরক্ষক হুগো লরিস। ৩৬ বছর বয়সি গোলরক্ষকের বিদায়ের পর ইউরো বাছাই পর্বের ম্যাচ দিয়ে নতুন অধিনায়কের যুগে প্রবেশ করবে ফ্রান্স। আর এমবাপ্পের নেতৃত্ব পাওয়ার গুঞ্জনও তাই জোরালো। 

সংবাদ সম্মেলনে নেতৃত্বের প্রসঙ্গে দেশম বলেন, 'অনুশীলনের প্রথম কয়েক দিন আমি এই বিষয়ে ফুটবলারদের সঙ্গে কথা বলব। অবশ্যই কিলিয়ান (এমবাপ্পে) সেই ফুটবলারদের মধ্যে একজন। পরবর্তী সংবাদ সম্মেলনে আমি বিষয়টা সম্পর্কে আরও ধারণা দিতে পারব। আরেকটু স্পষ্ট করে বললে ম্যাচের আগের দিন বৃহস্পতিবার।' 

আন্তর্জাতিক বিরতির আগে সবশেষ ম্যাচে রেনের বিপক্ষে পিএসজিকে নেতৃত্ব দিয়েছেন এমবাপ্পে। শুরুটা অবশ্য আশাব্যঞ্জক হয়নি, অপ্রত্যাশিতভাবে হেরে গেছে পিএসজি। আর পিএসজিতে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা যে ফ্রান্স জাতীয় দলে নেতৃত্বের বিষয়ে খুব একটা কাজে আসবে না তাও জানিয়ে দিয়েছেন দেশম। সেই সঙ্গে জানিয়ে দিয়েছেন নেতৃত্বের প্রশ্নে কোন গুণকে প্রাধান্য দেবেন তিনি। 

দেশম বলেন, 'এমবাপ্পের অধিনায়কত্ব করা ম্যাচটা আমি দেখেছি। ক্লাবে কিলিয়ান আর অন্য ফুটবলারদের অবস্থান এক নয়। জাতীয় দলে অধিনায়ক বাছাইয়ের ক্ষেত্রে ক্লাবের পন্থা আমি অনুসরণ করব না। আর অন্য সব গুণের সঙ্গে যদি কিলিয়ানের সবার সঙ্গে যোগাযোগ করার যোগ্যতাটা থাকে, তাহলে আমার মনে হয় না এটা নিয়ে কোনো সমস্যা হবে। কিন্তু আমি খুব বেশি কিছু আজ বলতে চাইছি না। কারণ, এখনো সিদ্ধান্ত নিইনি।'

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ