• ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই বৈশাখ ১৪৩১ সকাল ০৭:১৭:৪৭ (26-Apr-2024)
  • - ৩৩° সে:

সৌদি প্রো লিগে ফেব্রুয়ারির সেরা ক্রিস্টিয়ানো রোনালদো


শনিবার ৪ঠা মার্চ ২০২৩ দুপুর ০১:১৫



সৌদি প্রো লিগে ফেব্রুয়ারির সেরা ক্রিস্টিয়ানো রোনালদো

ছবি : সংগৃহীত

স্পোর্টস ডেস্ক :

এশিয়ায় আসার পর দ্রুতই সৌদি আরবের ক্লাব আল নাসরের সঙ্গে মানিয়ে নিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এ পর্যন্ত খেলা চার ম্যাচে রোনালদো করেছেন ৮ গোল ও দুটি অ্যাসিস্ট করেছেন। এর সুবাদে সৌদি প্রো লিগে ফেব্রুয়ারির সেরা খেলোয়াড় মনোনীত হয়েছেন সিআর সেভেন। গত ডিসেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেডে ছাড়ার পর ফ্রি এজেন্ট হিসেবে সৌদি ক্লাবটিতে যোগ দেবার পর এটাই রোনালদোর প্রথম ব্যক্তিগত কোনো অর্জন।

ইউরোপের বড় বড় ক্লাবের হয়ে এক সময় মাঠ দাপিয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। সেখানে তার সঙ্গে লড়াই চলতো সতীর্থ কিংবা প্রতিদ্বন্দ্বী ক্লাবের ফুটবলারের। সে কারণে সৌদি ক্লাব আল-নাসরে যোগ দেয়ার বিষয়টি অনেকেই ভালো চোখে দেখেননি।

তবে, নাসরের হয়ে মাঠে নেমে তেমন সুবিধে করতে পারছিলেন না এ সুপারস্টার। তবে ধীরে ধীরে নিজের খোলস ছেড়েছেন। সর্বশেষ চার ম্যাচের দুটিতেই হ্যাটট্রিক। যার মাধ্যমে সৌদির প্রো-লিগে মাসসেরার পুরষ্কারও জিতে নিয়েছেন সিআর সেভেন।

শুক্রবার (৩ মার্চ) আল ফাতেহর সাথে ২-২ গোলের ড্র করে আল নাসের। ম্যাচটিতে শেষভাগে পেনাল্টি থেকে রোনালদো নিজের তৃতীয় ম্যাচের প্রথম লিগ গোলটি করেন। চারদিন পরই করেন হ্যাটট্রিক। মৌসুমে সেরা পারফমেন্স দেখিয়ে করেন চার গোল। ছাড়িয়ে গেছেন ক্যারিয়ারে ৫০০ লিগ গোলের মাইলফলক।

১৭ ফেব্রুয়ারি আল-টাউনের বিপক্ষে ২-১ গোলের জয় পায় আল নাসর। সে ম্যাচেও দুটি গোলই করেছেন তিনি। এরপর, ডালমাকের বিপক্ষে আবারও হ্যাটট্রিক। ম্যাচটিতে রোনালদোর দল ৩-০ গোলে জয়ী হয়।

এবারের মৌসুমে ১৮ লিগ ম্যাচে রোনালদো মাত্র পাঁচটি ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন। কিন্তু এখন সতীর্থ অ্যান্ডারসন টালিসকার থেকে লিগে সর্বোচ্চ গোলদাতার তালিকায় মাত্র পাঁচ গোল দূরে রয়েছেন তিনি। সৌদি প্রো লিগে ১৩ গোল করে এ তালিকায় শীর্ষে এখনও তালিসকা।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ