• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৭:১৬:১৬ (19-Apr-2024)
  • - ৩৩° সে:

সংসদ ভেঙে দিলেন থাই প্রধানমন্ত্রী প্রায়ুত


সোমবার ২০শে মার্চ ২০২৩ সন্ধ্যা ০৬:১৬



সংসদ ভেঙে দিলেন থাই প্রধানমন্ত্রী প্রায়ুত

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: 

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুত চ্যান ওচা দেশটির পার্লামেন্ট ভেঙে দিয়েছেন। সেই সঙ্গে পরবর্তী নির্বাচনের তারিখও ঘোষণা করা হয়েছে। নতুন তারিখ অনুযায়ী আগামী মে মাসে দেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। খবর আল জাজিরা

সোমবার সরকারি এক রয়্যাল গেজেটে দেশটির সংসদ বিলুপ্তির ঘোষণা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, দেশের নির্বাচন কমিশন পরবর্তীতে ভোটের তারিখ নির্ধারণ করবে। তবে আগামী ৭ অথবা ১৪ মে দেশটিতে নির্বাচন অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ হিসাবে উল্লেখ করা হয়েছে। 

২০১৪ সালে সহিংস অভ্যুত্থানের মাধ্যমে সরকারকে হটিয়ে থাইল্যান্ডের ক্ষমতা গ্রহণ করেন দেশটির তৎকালীন সেনাপ্রধান প্রায়ুত। আগামী নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার বিলিওনেয়ার মেয়ে পায়েটংটার্ন শিনাওয়াত্রার বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় হেরে যাওয়ার শঙ্কা রয়েছে তার। 

২০২০ সালে ব্যাংককে তরুণদের নেতৃত্বাধীন গণতন্ত্রপন্থী ব্যাপক বিক্ষোভের পর দেশটিতে প্রথমবারের মতো এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেশটিতে ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় এবং মহামারি পরবর্তী ধীরগতির পুনরুদ্ধারের মাঝে গত কয়েক সপ্তাহ ধরে নির্বাচনের অনানুষ্ঠানিক প্রচারণা চলছে।

২০১৯ সালের বিতর্কিত এক নির্বাচনের মাধ্যমে নিজের ক্ষমতায় থাকার পথ দৃঢ় করেন প্রায়ুত। থাইল্যান্ডের রাজনীতিতে দীর্ঘসময় ধরে ক্ষমতায় থাকার বিরল নজিরও সৃষ্টি করেছেন ৬৮ বছর বয়সী এই সাবেক সেনাপ্রধান।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ