• ঢাকা
  • |
  • শনিবার ১৪ই বৈশাখ ১৪৩১ সকাল ১০:২৬:৩৭ (27-Apr-2024)
  • - ৩৩° সে:

ইংল্যান্ডের প্রতিশোধের ম্যাচে ৬২ বছরের অপেক্ষার অবসান


শুক্রবার ২৪শে মার্চ ২০২৩ বিকাল ০৩:২৩



ইংল্যান্ডের প্রতিশোধের ম্যাচে ৬২ বছরের অপেক্ষার অবসান

ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: 

হ্যারি কেইনের রেকর্ড গড়ার রাতে ইতালিকে ২-১ গোলে হারিয়েছে ইংল্যান্ড। আর তাতে ৬২ বছর পর ইতালির মাটিতে জয়ের দেখা পেলো ইংলিশরা।

মুখোমুখি লড়াইয়ে সবশেষ ছয় ম্যাচে অপরাজিত থাকার অনুপ্রেরণা নিয়ে মাঠে নামে আজ্জুরিরা। শুরুর কয়েক মিনিটে দুইটি আক্রমণ সাজালেও গোলের দেখা পায়নি স্বাগতিকরা। পাল্টা আক্রমণে ম্যাচের ১৩ মিনিটে ডেকলান রিচের গোলে লিড নেয় থ্রি লায়ন্স। প্রথমার্ধের শেষ দিকে স্পট কিক গোলে ব্যবধান ২-০ করেন অধিনায়ক হ্যারি কেইন। আর তাতেই ইংল্যান্ডের হয়ে ওয়েইন রুনির সর্বোচ্চ ৫৩ গোলের রেকর্ডটি নিজের করে নেন কেইন।

বিরতির পর মাতেও রেতেগুইয়ের গোলে ব্যবধান কমায় ইতালি। ৮০ মিনিটে লুক শ লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় ইংল্যান্ড। তাতেও অবশ্য পরাজয় এড়াতে পারেনি ইতালি। ২-১ গোলের জয়ে সবশেষ ইউরোর ফাইনালে হারের প্রতিশোধ নিলো গ্যারেথ সাউথগেটের দল। আর ১৯৬১ সালের পর ইতালির মাটিতে জয়ের তৃপ্তি থ্রি লায়ন্সদের।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ