• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৭ই কার্তিক ১৪৩১ দুপুর ০১:৪০:২৫ (22-Oct-2024)
  • - ৩৩° সে:

০৪:০৫ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২৩


ক্যাটাগরি

বাংলাদেশ
জাতীয় নির্বাচন

জেলা প্রশাসকদের পক্ষপাতমূলক আচরণ কাম্য নয়: সিইসি


সোমবার ১৮ই সেপ্টেম্বর ২০২৩ বিকাল ০৪:০৫



জেলা প্রশাসকদের পক্ষপাতমূলক আচরণ কাম্য নয়: সিইসি

ছবি: সংগৃহীত

চ্যানেল এস ডেস্কঃ 

নির্বাচনে কোনো জেলা প্রশাসকদের পক্ষপাতমূলক আচরণ কাম্য নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এসময় ডিসিসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের বিতর্কিত আচরণ না করতে সতর্কও করেন সিইসি। 

আগারগাঁওস্থ নির্বাচন ভবনে আজ সোমবার (১৮ সেপ্টেম্বর) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি এসব কথা বলেন

হাবিবুল আউয়াল বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার আগেও ভোটের পরিবেশ পর্যবেক্ষণ করছে কমিশন। সংশ্লিষ্ট কেউ বিতর্কিত আচরণ করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে ইসি। 

কেবল নির্বাচনের সময় নয়, সারা বছরই ভোটের পরিবেশ নিশ্চিত করা নির্বাচন কমিশনের দায়িত্ব মন্তব্য করে সিইসি বলেন, প্রশাসনের কেউ নির্বাচন নিয়ে পক্ষপাতমূলক আচরণ করলে তা সরকারের নজরে আনতে পারে কমিশন। কোনো জেলা প্রশাসকের পক্ষপাতমূলক আচরণ কাম্য নয়। 

এসময় ডিসিসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের বিতর্কিত আচরণ না করতে সতর্ক করেন সিইসি। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ











-->