• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই বৈশাখ ১৪৩১ দুপুর ১২:৩৩:৫৩ (25-Apr-2024)
  • - ৩৩° সে:

মেসিকে নিয়ে ‘ইউটার্ন’ পিএসজির!


শুক্রবার ২রা জুন ২০২৩ দুপুর ০১:২৮



মেসিকে নিয়ে ‘ইউটার্ন’ পিএসজির!

ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: 

দুই বছর পর প্যারিস সেইন্ট জার্মেই ছাড়ছেন ইতিহাস সৃষ্টি করে কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।

বৃহস্পতিবার (১ জুন) এক সংবাদ সম্মেলনে চলতি মৌসুমের শেষ ম্যাচ নিয়ে কথা বলতে গিয়ে সাংবাদিকদের এ তথ্য জানান পিএসজির কোচ ক্রিস্তোফ গালতিয়ের। জানিয়েছেন, ওইদিনই পিএসজির হয়ে শেষ ম্যাচটি খেলবেন মেসি।

গালতিয়ের বলেন, ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়কে কোচিং করানোর সৌভাগ্য হয়েছে আমার। এটাই পার্ক দে প্রিন্সেসে তার শেষ ম্যাচ। আমি আশা করছি যে শেষ ম্যাচে মেসি উষ্ণতম অভিনন্দনই পাবে।

মেসিকে নিয়ে কোচের সেই ঘোষণার ঘণ্টা কয়েক পর পিএসজির এক মুখপাত্র জানিয়েছেন, গালটিয়ের কথাটা ঠিকভাবে বলতে পারেননি। বরং এখনো চু্ক্তি নবায়নের চেষ্টা করা হচ্ছে বলেও জানানো হয়েছে। 

কিন্তু পিএসজির সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, পিএসজিতে আগামীকালের ম্যাচটিই মেসির শেষ নয়, এটি হবে তার মৌসুমের শেষ ম্যাচ। মেসিকে নিয়ে কোচের ঘোষণার পরপরই স্প্যানিশ সংবাদমাধ্যম ইএফইর সঙ্গে কথা বলেছেন পিএসজির এক মুখপাত্র। তিনি জানিয়েছেন, গালতিয়ের কথাটা ঠিকভাবে বলতে পারেননি। ক্লেরমন্তের বিপক্ষে আগামীকাল মৌসুমের শেষ ম্যাচ খেলবে আগেই লিগ শিরোপা নিশ্চিত করা পিএসজি। অন্য খেলোয়াড়দের মতো মেসির জন্যও এটা মৌসুমের শেষ ম্যাচ।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’ জানিয়েছে, মেসিকে নিয়ে এখনো হাল ছাড়েনি পিএসজি। মেসির বর্তমান চুক্তিতে আরও এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগ আছে। পিএসজি নাকি এই আশায় বসে আছে।

প্রসঙ্গত, চলতি মৌসুমে সবগুলো টুর্নামেন্ট মিলিয়ে পিএসজির হয়ে মেসি গোল করেছেন মোট ২১টি, আর অ্যাসিস্ট করেছেন ২০টি। ২০২১ সালে বার্সেলোনা থেকে দুই বছরের চুক্তিতে প্যারিস সেইন্ট জার্মেইয়ে যোগ দেন মেসি।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ