• ঢাকা
  • |
  • শনিবার ২১শে বৈশাখ ১৪৩১ রাত ০৯:২৬:২৫ (04-May-2024)
  • - ৩৩° সে:

ব্রাজিলে প্লেন বিধ্বস্তে নিহত ১৪


রবিবার ১৭ই সেপ্টেম্বর ২০২৩ সকাল ১০:০৩



ব্রাজিলে প্লেন বিধ্বস্তে নিহত ১৪

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ  

ব্রাজিলে খারাপ আবহাওয়ায় একটি প্লেন দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন। শনিবার (১৬ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে। খবর বিবিসির। 

দেশটির আমাজোনাস রাজ্যের রাজধানী মানাউস থেকে প্রত্যন্ত বার্সেলোস শহরে ৪০০ কিলোমিটার যাত্রাপথের একেবারে শেষ পর্যায়ে বিধ্বস্ত হয় প্লেনটি। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ১২ জন যাত্রী এবং দুজন ক্রুসহ প্লেনে থাকা সবাই নিহত হয়েছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। 

আমাজোনাস রাজ্যের নিরাপত্তাবিষয়ক সেক্রেটারি ভিনিসিয়াস আলমেদা বলেন, প্রাথমিক তথ্যে জানা গেছে—প্রবল বৃষ্টি ও ঝাপসা পরিস্থিতিতে প্লেনটি বার্সেলোসে অবতরণের সময় রানওয়ের বাইরে চলে যায়। 

ব্রাজিলের সংবাদমাধ্যম জি ওয়ান জানায়, প্লেনটি ছিল একটি ইএমবি-১১০ মডেলের। প্লেনের মালিক মানাউস অ্যারোটাক্সি বলেন, প্লেনের ক্রু ও যাত্রীরা যাত্রা শুরু করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা সম্পন্ন করেছিল। 

আমাজোনাসের গভর্নর উইলসন লিমা দুর্ঘটনার পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (পূর্বের টুইটার) লেখেন, আমাদের উদ্ধারকারী দলগুলো প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য দুর্ঘটনার মুহূর্ত থেকে ঘটনাস্থলে রয়েছে। নিহতদের জন্য আমার প্রার্থনা ও তাদের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা রইল।

বার্সেলোসের মেয়র এডসন ডি পাওলা রদ্রিগেস মেন্ডেস সিএনএনকে বলেন, প্লেনটি একজন ব্যবসায়ী ভাড়া করেছিলেন। যাত্রীরা ছিলেন তার বন্ধু।

কর্মকর্তারা জানান, মরদেহগুলো আনুষ্ঠানিক শনাক্তকরণের জন্য মানাউসে নেওয়া হবে।

বার্সেলোস একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য, কারণ এর কাছাকাছি বেশ কয়েকটি জাতীয় উদ্যান রয়েছে।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ