• ঢাকা
  • |
  • বুধবার ১১ই বৈশাখ ১৪৩১ বিকাল ০৪:০৭:৩৭ (24-Apr-2024)
  • - ৩৩° সে:

বিশ্বকাপ জয়ের পর প্রথমবারের মতো মাঠে নামছে আর্জেন্টিনা


শুক্রবার ৩রা মার্চ ২০২৩ দুপুর ০১:২০



বিশ্বকাপ জয়ের পর প্রথমবারের মতো মাঠে নামছে আর্জেন্টিনা

ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: 

কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর প্রথমবারের মতো মাঠে নামছে আর্জেন্টিনা জাতীয় দল। এতদিন দুই সম্ভাব্য প্রতিপক্ষের নাম শোনা গেলেও এবার কিছুটা পরিবর্তন এসেছে। প্রথম প্রতিপক্ষ ঠিক থাকলেও আর্জেন্টিনার দ্বিতীয় প্রতিপক্ষ বদলে গেছে। 

আগামী ২৩ মার্চ বিশ্বকাপ ফাইনালের পর প্রথমবার মাঠে নামবে আর্জেন্টিনা। এরপর ২৮ মার্চ আরেকটি ম্যাচ খেলবে মেসি-মারিয়ারা। এই দুই ম্যাচে আর্জেন্টিনা মাঠে নামবে পানামা ও কিরাসাওয়ের বিপক্ষে। দুটি ম্যাচই আর্জেন্টিনার ঘরের মাঠে অনুষ্ঠিত হবে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) বৃহস্পতিবার (২ মার্চ) এক বিবৃতিতে দুই ম্যাচের প্রতিপক্ষ ও ম্যাচের তারিখ জানিয়ে দেয়। 

গত মাসে টিওয়াইসি স্পোর্টসের এক প্রতিবেদনে বলা হয়েছিল, পানামা ও সুরিনামের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। তবে আর্জেন্টিনার দ্বিতীয় প্রতিপক্ষ বদলে গিয়েছে। যদিও এর কারণ জানা যায়নি। 

২৩ মার্চ মনুমেন্টালে প্রথম ম্যাচটি পানামার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। এরপর চার দিন বিরতি দিয়ে ২৮ মার্চ কিরাসাওয়ের বিপক্ষে মাঠে নামবে মেসিরা।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ