• ঢাকা
  • |
  • শুক্রবার ৫ই বৈশাখ ১৪৩১ ভোর ০৫:২০:১৭ (19-Apr-2024)
  • - ৩৩° সে:

করোনা টিকার চতুর্থ ডোজ ২০ ডিসেম্বর, আগে পাবেন যারা


মঙ্গলবার ৬ই ডিসেম্বর ২০২২ বিকাল ০৪:৩০



করোনা টিকার চতুর্থ ডোজ ২০ ডিসেম্বর, আগে পাবেন যারা

ছবি : সংগৃহীত

ষাটোর্ধ্ব, ফ্রন্টলাইনার এবং গর্ভবতী অর্থাৎ বেশি ঝু্ঁকিতে যারা রয়েছেন, তাদের সেকেন্ড বুস্টার অর্থাৎ চতুর্থ ডোজ দেয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। আগামী ২০ ডিসেম্বর থেকে সচিবালয় ক্লিনিক, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালসহ ৭টি সেন্টারে পরীক্ষামূলকভাবে এই টিকা দেয়া হবে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে এ কথা জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবির।
তিনি জানান, এই সেকেন্ড বুস্টার ডোজ হবে ফাইজারের টিকা। যাদের মেসেজ দেয়া হবে শুধু তারাই এই টিকা পাবেন। পর্যবেক্ষণের পর ১ জানুয়ারি থেকে সারা  দেশে সেকেন্ড বুস্টার ডোজ দেয়া হবে। তবে এই টিকা শুধু যারা বেশি ঝুঁকিতে আছেন তাদেরই দেয়া হবে।
আহমেদুল কবির বলেন, প্রতিটি কেন্দ্রে প্রাথমিকভাবে ১০০ জন করে টিকা পাবেন। তৃতীয় ডোজ দেয়ার চার মাস পূর্ণ হলেই এ ডোজ দেয়া হবে। বিশ্বের বিভিন্ন দেশে কোভিড সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ