চ্যানেল এস ডেস্ক:
চাকরিতে মুক্তিযোদ্ধা কোটাসহ বিদ্যমান কোটাপদ্ধতি বাতিলের হাইকোর্টের রায়ের অপেক্ষায় রাষ্ট্রপক্ষ। রায় পেলেই দ্রুতই লিভ টু আপিল দাখিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে এখনো হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি প্রকাশ হয়নি।
এদিকে, আজ সারা দেশে শিক্ষার্থীদের সঙ্গে গণসংযোগ করবেন বলে জানিয়েছেন কোটা আন্দোলনকারীরা। বুধবার থেকে আবারো সর্বাত্মক অবরোধ করা হবে বলেও জানিয়েছেন তারা।
সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা গেল কয়েকদিন শহরের বিভিন্ন সড়ক অবোরধ করে আন্দোলন করছেন। ফলে দীর্ঘ যানজট ও ভোগান্তিতে পড়ছেন মানুষ। এছাড়া দেশের বিভিন্ন জায়গায়ও সড়ক অবরোধ করে এই কর্মসূচি পালন করা হচ্ছে।
এদিকে,কোটা নিয়ে শুনানি বৃহষ্পতিবার হতে পারে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। তিনি আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন।
মন্তব্য করুনঃ