ছবি: সংগৃহীত
স্পোর্টস ডেস্ক:
কোপা আমেরিকায় টানা দ্বিতীয় ও রেকর্ড ১৬তম শিরোপা থেকে আর দুই জয় দূরে আর্জেন্টিনা। এই মিশনে কাল ভোর ৬টায় সেমিফাইনাল খেলতে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়নরা। নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে কাল আর্জেন্টিনার মুখোমুখি হবে কানাডা।
২০২১ সালের কোপা ও ২০২২ সালের বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা ফেভারিট হিসেবেই টুর্নামেন্ট শুরু করেছে। গ্রুপ পর্বে অপ্রতিরোধ্য গতিতে ছুটেছে লাতিন জায়ান্টরা। এদিকে, কোপায় প্রথমবার অংশ নিয়েই সেমফিাইনালে উঠেছে কানাডা। কোয়ার্টার ফাইনালে ভেনিজুয়েলাকে হারিয়ে সেমিফাইনালে ওঠে দলটির সামনে এবার আর্জেন্টিনা।
মন্তব্য করুনঃ