• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই চৈত্র ১৪৩০ দুপুর ০২:৩৬:৫৫ (28-Mar-2024)
  • - ৩৩° সে:

দুই ব্রাজিলিয়ানের গোলে জয়ে ফিরল রিয়াল


রবিবার ১২ই মার্চ ২০২৩ বিকাল ০৩:০১



দুই ব্রাজিলিয়ানের গোলে জয়ে ফিরল রিয়াল

ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: 

স্প্যানিশ লা লিগায় এস্পানিওলের বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাবেউ স্টেডিয়ামে ম্যাচের শুরুতে গোল হজম করলেও সেখান থেকে দারুণভাবে কামব্যাক করেছে রিয়াল।

তবে দলটির এভাবে ম্যাচে ফেরা নতুন কিছুই না। পুরো ম্যাচে পিছিয়ে থেকেও একাধিক ম্যাচে জয় পেয়েছে আনচেলত্তির শিষ্যরা। লা লিগায় সবশেষ তিন ম্যাচে জয় না পাওয়া রিয়াল এদিন দুই ব্রাজিলিয়ানের গোলে চতুর্থ ম্যাচে জয়ের ধারায় ফিরেছে।

শনিবার (১১ মার্চ) সন্ধ্যায় ম্যাচের আট মিনিটেই এগিয়ে যায় এস্পানিওলে। সার্জিও গোমেজের বাড়ানো বলে সফরকারীদের লিড এনে দেন হোসেলু।

গোল হজম করে আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে স্বাগতিকরা। ম্যাচের ১৪তম মিনিটেই সমতায় ফিরতে পারতো স্বাগতিকরা। কিন্তু কামাভিঙ্গার শট দারুণ দক্ষতায় প্রতিহত করেন এস্পানিওলের গোলকিপার পাচেকো।

ম্যাচের ২২তম মিনিটেই সফরকারীদের বক্সে ঢুকে যান ভিনিসিয়াস। এরপর নৈপুণ্যে সাজানো এক শটে দলকে সমতায় ফেরান এই ব্রাজিলিয়ান।

তবে পুরো ম্যাচজুড়েই দারুণ দক্ষতার আলো ছড়ান এই ফরোয়ার্ড। দ্বিতীয় গোলেও অবদান রাখেন তিনি। ভিনির দেওয়া অসাধারণ এক পাস থেকে বল নিয়ে প্রতিপক্ষের দিকে এগিয়ে যান চুয়ামেনিকেবল। পরে সেটি থেকে চমৎকার এক হেডে দলকে লিড এনে দেন আরেক ব্রাজিলিয়ান এডার মিলিতাও। ম্যাচের ৩৯তম মিনিটে এদের মিলিতাওর গোলে ২-১ ব্যবধান নিয়ে বিরতিতে যায় রিয়াল মাদ্রিদ। ম্যাচের অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে ব্যবধান বাড়িয়ে জয় নিশ্চিত করেন মার্কো আসেনসিও।

এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ দুইয়ে উঠে এসেছে রিয়াল। ২৫ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৫৬। আর এক ম্যাচ কম খেলে ৬২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বার্সেলোনা।

দিনের অপর ম্যাচে রায়ো ভায়োকানোর বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছে সেল্টা ভিগো।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ