• ঢাকা
  • |
  • শনিবার ১৪ই বৈশাখ ১৪৩১ সকাল ০৭:৪৮:১২ (27-Apr-2024)
  • - ৩৩° সে:

কোহলি-রুটদের ছাড়িয়ে গেলেন উইলিয়ামসন


রবিবার ১৯শে মার্চ ২০২৩ দুপুর ১২:২৯



কোহলি-রুটদের ছাড়িয়ে গেলেন উইলিয়ামসন

ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: 

সাদা পোশাকে ব্যাট হাতে ব্যক্তিগত লড়াই জমিয়ে তোলেন ৪ ব্যাটার। সম-সাময়িক আর কোনো ব্যাটার যাদের ধারেকাছে নেই। সাবেক কিউই অধিনায়ক কেইন উইলিয়ামসন তাদের একজন। ভিন্ন চার দেশের এই ব্যাটারদের রোমাঞ্চকর দ্বৈরথ দেখতে ক্রিকেটভক্তরাও মুখিয়ে থাকেন।

ওয়েলিংটনে শ্রীলঙ্কার বিপক্ষে চলমান দ্বিতীয় টেস্টে ৬ষ্ঠ ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন উইলিয়ামসন। গত সাড়ে তিন বছরে তার ডাবল-সেঞ্চুরি ছিল মাত্র দুটি। অন্যদিকে একই সময় ৭টি ডাবল ছিল ভারতীয় ব্যাটার বিরাট কোহলির। এখনও তিনি সেখানেই আটকে আছেন। তবে তার চেয়ে পিছিয়ে থাকলেও দ্রুততম ৮ হাজার রান আর ২৮ সেঞ্চুরিতে কোহলিকে ছাড়িয়ে গেছেন উইলিয়ামসন। ছাড়িয়ে গেছেন ‘ফ্যাব–ফোর’–এর আরেক সদস্য জো রুটকেও। সাবেক নিউজিল্যান্ড অধিনায়ক উইলিয়ামসনের সামনে শুধুই স্টিভ স্মিথ।

ইংলিশদের বিপক্ষে আগের সিরিজে সেঞ্চুরি পেয়েছিলেন সাবেক কিউই অধিনায়ক। এরপর লঙ্কানদের বিপক্ষে চলমান টেস্টে পরপর দুই ম্যাচে সেঞ্চুরি করে তিনি ২৮টি শতক পূর্ণ করেন। ১৭১ বলে করা গতকালের (১৮ মার্চ) শতকে তিনি পার্থক্য কমিয়েছেন রুট ও স্মিথের সঙ্গে। রুটের সেঞ্চুরি সংখ্যা ২৯, স্মিথের ৩০। 

বাকি তিনজনের তুলনায় পরে ২৮তম সেঞ্চুরি করলেও ইনিংস কম লেগেছে উইলিয়ামসনের। তার সর্বশেষ ইনিংসটি ছিল ১৬৪তম। ২৮তম সেঞ্চুরি করতে কোহলির লেগেছিল ১৮৩ ইনিংস। সাবেক ইংল্যান্ড অধিনায়ক রুটের লেগেছিল আরও বেশি—২২৪ ইনিংস। তবে এক্ষেত্রে তাদের সবার সামনে আছেন সাবেক অজি অধিনায়ক স্মিথ। গত বছরের জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে ব্যক্তিগত ২৮তম সেঞ্চুরিটি করেন ১৫৩তম ইনিংসে।

দ্বি-শতকের পথে টেস্টে ৮ হাজার রানের মাইলফলকও টপকে যান উইলিয়ামসন। দ্রুততম ৮ হাজার রানে উইলিয়ামসন অষ্টম। একইসঙ্গে প্রথম কোনো ব্যাটার হিসেবে তিনি টেস্টে ৮ হাজারী ক্লাবে ঢুকেছেন। সাবেক অস্ট্রেলিয়া অধিনায়ক ১৫১তম ইনিংসে টেস্টে ৮ হাজারের মাইলফলকের দেখা পেয়েছিলেন। উইলিয়ামসনের লাগল ১৬৪ ইনিংস। 

এ দিক থেকে তিন নম্বরে আছেন কোহলি। ভারতের সাবেক এই অধিনায়কের লেগেছিল ১৬৯ ইনিংস। আর সাবেক ইংল্যান্ড অধিনায়ক রুটের লেগেছিল ১৭৮ ইনিংস।

এর আগে উইলিয়ামসনের ২৭তম সেঞ্চুরি করা ম্যাচটি ছিল তার ব্যক্তিগত ও দলের জন্য স্মরণীয়। রোমাঞ্চকর সেই ম্যাচে পঞ্চম দিনের শেষ মুহূর্তেই ফল নির্ধারিত হয়েছে। অপরাজিত উইলিয়ামসনের ব্যাটে ম্যাচের শেষ বলে লঙ্কানদের নাটকীয়ভাবে হারায় স্বাগতিকরা। যা লঙ্কানদের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার স্বপ্ন ধূলিস্যাৎ করে দেয়। তাদের বদলে ফাইনালে ওঠে ভারত, যাদের জন্য আগে থেকেই অপেক্ষমান ছিল অস্ট্রেলিয়া।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ