• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৭:৫৮:০৮ (25-Apr-2024)
  • - ৩৩° সে:

চূড়ান্ত হলো চ্যাম্পিয়ন্স লিগের শেষ আট


বৃহঃস্পতিবার ১৬ই মার্চ ২০২৩ দুপুর ১২:১৬



চূড়ান্ত হলো চ্যাম্পিয়ন্স লিগের শেষ আট

ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: 

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর লড়াই শেষ হয়েছে। সেখান থেকে আট দল বাদ পড়েছে। আটটি দল উঠেছে ইউরোপ সেরার শেষ আটে অর্থাৎ কোয়ার্টার ফাইনালে। 

ওই আট দলের তিনটি এসেছে ইতালির লিগ থেকে। এসি মিলান ও ইন্টার মিলানের পর চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে পা রেখেছে নাপোলি। ক্লাব ইতিহাসে প্রথমবার কোয়ার্টার ফাইনালে পা রাখল ইতালির লিগ টেবিলে শীর্ষে থাকা নাপোলি। 

প্রিমিয়ার লিগ থেকে দুটি দল চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে উঠেছে। তারা হলো-চেলসি ও ম্যানচেস্টার সিটি। স্প্যানিশ লা লিগা এবং জার্মান বুন্দেসলিগা থেকে একটি করে দল উঠেছে শেষ আটে। তারা হলো- রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ। অন্য দল পর্তুগালের বেনফিকা। 

চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের ম্যাচ শুরু হবে ১১ ও ১২ এপ্রিল। দ্বিতীয় লেগের ম্যাচ হবে ১৮ ও ১৯ এপ্রিল। এরপর সেমিফাইনালের প্রথম লেগ ৯ ও ১০ মে এবং দ্বিতীয় লেগ ১৬ ও ১৭ মে মাঠে গড়াবে। কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ড্র অনুষ্ঠিত হবে ১৭ মার্চ রাতে। 

সুইজারল্যান্ডের নিয়নে অনুষ্ঠিত হবে ড্র। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব ও শেষ ষোলো একই লিগের দল মুখোমুখি হবে না বলে নিয়ম ছিল। কিন্তু শেষ আটে ওই বাধা নেই। সেজন্য চেলসি ও ম্যানসিটি কিংবা নাপোলি-এসি মিলান-ইন্টার মিলানের একে অপরের মুখোমুখি হতে বাধা নেই।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ