• ঢাকা
  • |
  • বুধবার ১১ই বৈশাখ ১৪৩১ রাত ০৯:২৪:৫২ (24-Apr-2024)
  • - ৩৩° সে:

ইকুয়েডরে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প, নিহত অন্তত ১৪


রবিবার ১৯শে মার্চ ২০২৩ দুপুর ১২:০৬



ইকুয়েডরে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প, নিহত অন্তত ১৪

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: 

লাতিন আমেরিকার দেশ ইকুয়েডর এবং পেরুতে শক্তিশালী  ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে প্রাণ গেছে অন্তত ১৪ জনের। নিহতদের মধ্যে ইকুয়েডরে ১৩ জন এবং পেরুতে ১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ভূমিধসের কারণে বন্ধ হয়ে গেছে বেশ কিছু এলাকার রাস্তাঘাট।

স্থানীয় সময় শনিবার (১৮ মার্চ) দুপুরে দেশটির উপকূলীয় অঞ্চলসহ পাশের দেশ পেরুর উত্তরাঞ্চলে এ ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র ভূপৃষ্ঠ থেকে ৬৪ কিলোমিটার গভীরে। এর উৎপত্তিস্থল গুয়ায়ের প্রদেশের বালাও শহর থেকে ১০ কিলোমিটার দূরে। ভূমিকম্পটির জেরে ৫০ মাইল দূরেও কম্পন অনুভূত হয়। 

আলজাজিরার খবরে জানা গেছে, দক্ষিণের প্রদেশ এল ওরো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে ধসে পড়া বাড়ির ভিতরে অনেকে আটকে আছেন। 

ম্যাগালি এসকান্ডন নামের কুয়েনকার এক ব্যবসায়ী বার্তা সংস্থা এএফপিকে বলেন, আমি রাস্তায় বেরিয়ে দেখি লোকেরা আতঙ্কে গাড়ি থেকে নেমে দৌড়াতে শুরু করেছে।  

আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট গুয়েলারমো ল্যাসো। ইকুয়েডরবাসীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। জরুরি সহায়তা দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন প্রেসিডেন্ট গুয়েলারমো ল্যাসো। তবে ভূমিকম্পের কারণে কোনো সুনামি সতর্কতা জারি করেনি দেশটির কর্তৃপক্ষ। 

দেশটির একটি সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের এক ঘণ্টা পর দুটি আফটার শক অনুভূত হয়।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ