• ঢাকা
  • |
  • শনিবার ১৪ই বৈশাখ ১৪৩১ সকাল ০৯:০৮:১৫ (27-Apr-2024)
  • - ৩৩° সে:

বদরগঞ্জে বন্ধ শ্যামপুর সুগার মিল, বিপাকে আখ চাষিরা


শুক্রবার ১৩ই জানুয়ারী ২০২৩ বিকাল ০৫:৪৬



বদরগঞ্জে  বন্ধ শ্যামপুর সুগার মিল, বিপাকে আখ চাষিরা

শ্যামপুর সুগার মিল।

আজমল হক আদিল, বদরগঞ্জ, প্রতিনিধি :

রংপুরের বদরগঞ্জ উপজেলার শ্যামপুর চিনিকল বন্ধ থাকায় আখ চাষিরা আখের পরিবর্তে ধান, কলা, আলু ও ভূট্টা সহ বিভিন্ন ফসল চাষ শুরু করেছেন। 

তবে আখের পরিবর্তে বিভিন্ন ধরনের ফসল চাষ করলেও আখ চাষীরা স্মৃতি থেকে মুছতে পারেননি আখ চাষের সুখস্মৃতি।

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন ২০২০ সালের ২ ডিসেম্বর লোকসান ও আধুনিক করনের কথা বলে শ্যামপুর চিনিকল সহ দেশের ৬টি চিনিকলে আখ মাড়াই বন্ধ করে দেয়ার পর অনেকটা বেকার হয়ে পড়েন আখ চাষিরা।

বিকল্প উপার্জনের লক্ষ্যে তারা এখন আখের পরিবর্তে বিভিন্ন ফসল চাষে ঝুঁকে পড়েছেন।

এদিকে শ্যামপুর চিনিকল বন্ধ হয়ে যাওয়ায় মুখ থুবড়ে পড়েছে চিনিকল সংশ্লিষ্ট শ্রমিক ও আখ চাষিদের অর্থনৈতিক অবস্থা। এ পরিস্থিতির উন্নয়নে চিনিকল চালুর দাবী জানিয়েছেন তারা।

চিনিকল চালু হলে আবারও আখ চাষের সুদিন ফিরে আসবে বলে মনে করছেন বাংলাদেশ চিনিকল আখ চাষি ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ