• ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই চৈত্র ১৪৩০ দুপুর ০১:৩৩:২৩ (29-Mar-2024)
  • - ৩৩° সে:

লিভারপুলের সঙ্গে চুক্তি নবায়নে আগ্রহী নন ফিরমিনো


রবিবার ৫ই মার্চ ২০২৩ দুপুর ১২:৫০



লিভারপুলের সঙ্গে চুক্তি নবায়নে আগ্রহী নন ফিরমিনো

ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: 

আট মৌসুম লিভারপুলে খেলার পর ঠিকানা বদলের সিদ্ধান্ত নিয়েছেন রবার্তো ফিরমিনো। চলতি মৌসুম শেষে প্রিমিয়ার লিগের ক্লাবটি ছাড়বেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। কোচ ইয়ুর্গেন ক্লপের কাছে ক্লাবের ‘ইঞ্জিন’খ্যাত ফিরমিনোর বিদায়ের কথা পৌঁছেছে। ডারউইন নুনেজ, কোডি গ্যাকপো, লুইস দিয়াজদের আগমনে ফিরমিনোর প্লেয়িং টাইম অনেকটাই কমে গিয়েছিল সাম্প্রতিক সময়ে।

লিভারপুলের সঙ্গে ফিরমিনোর চুক্তির মেয়াদ শেষ হবে ২০২২-২৩ মৌসুম শেষে, জুন মাসে। এরই মধ্যে ক্লাবকে চলে যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন ৩১ বছর বয়সী এই ফুটবলার। ২০১৫ সালের জুনে ২ কোটি ৯০ লাখ ইউরোর বিনিময়ে জার্মান ক্লাব হফেনহেইম থেকে লিভারপুলে যোগ দেন ফিরমিনো। লিভারপুলের জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ, এফএ কাপ, লিগ কাপ ও ক্লাব বিশ্বকাপ জিতেছেন এই ফরোয়ার্ড। লিভারপুলের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৫৩টি ম্যাচ খেলেছেন ফিরমিনো। ১০৭টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ৭০টি গোল।

চুক্তি নবায়ন না করার ব্যাপারে ফিরমিনোর সিদ্ধান্ত জেনেছেন অলরেড বস ইয়ুর্গেন ক্লপ। তিনি চেয়েছিলেন, আসছে জুনের পরও লিভারপুলে থেকে যান এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তিনি বলেন, সে অবশ্যই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। লিংক আপ প্লে’র জন্য, আমরা যেভাবে খেলি সে জন্য ফিরমিনো জরুরি। হয়তো বিশ্বের সব ক্লাবের সাথেই তার খেলার ধরন মিলবে না। কিন্তু এরকম ফুটবলীয় স্কিলের একজন খেলোয়াড় দিয়ে খেলা গুছিয়ে গোল করা যায়। গোলের সামনেও সে নিঃস্বার্থ। আর, এই গুণ সবার মাঝে পাওয়া যায় না। সে সত্যিই অসাধারণ ফুটবলার।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ