• ঢাকা
  • |
  • শনিবার ৬ই বৈশাখ ১৪৩১ রাত ০২:০৫:৪৩ (20-Apr-2024)
  • - ৩৩° সে:

শর্ত অনুযায়ী কমিশনে তথ্য জমা না দেয়ায় ১৪টি রাজনৈতিক দলকে ইসির চিঠি


বৃহঃস্পতিবার ৮ই ডিসেম্বর ২০২২ দুপুর ১২:২৫



শর্ত অনুযায়ী কমিশনে তথ্য জমা না দেয়ায় ১৪টি রাজনৈতিক দলকে ইসির চিঠি

ছবি : সংগৃহীত

শর্ত অনুযায়ী তথ্য না দেয়ায় বিকল্প ধারা, ইসলামী আন্দোলনসহ নিবন্ধিত ১৪টি রাজনৈতিক দলকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে ইসি। ১৫ দিনের মধ্যে চিঠির জবাব দিতে বলা হয়েছে।

উত্তর সন্তোষজনক না হলে দলগুলো খেলাপি হিসেবে বিবেচিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। নিবন্ধন বাতিল হবে কিনা এ বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে, এমনটা জানান তিনি।

জাতীয় নির্বাচন সামনে রেখে নিবন্ধিত দলগুলো কতটা শর্ত পালন করেছে সে সম্পর্কে জানতে চায় ইসি। তথ্য জানিয়েছে ২১টি রাজনৈতিক দল। আর সময় চেয়েছে বিএনপিসহ চারটি দল। নির্ধারিত সময়ের মধ্যে ইসির আহ্বানে সাড়া দেয়নি বিকল্পধারা, জাসদ ও ইসলামী আন্দোলনসহ ১৪টি দল।

নিবন্ধন পেয়ে যাওয়া মানে পার পাওয়া নয় এমনটা বলছে নির্বাচন কমিশন। পরবর্তীতে দলগুলোর শর্ত পালন নিয়ে যাচাইবাছাই করছে ইসি। অনিয়মের প্রমাণ পেলে নিবন্ধন বাতিলের আশঙ্কার কথা বলেন এই নির্বাচন কমিশনার।

নির্ধারিত সময়ের পর ইসিতে তথ্য দিয়েছে কল্যাণ পার্টি ও গণতন্ত্রী পার্টি। তবে, কারণ দর্শানো নোটিশ থেকে দল দুইটিও রেহাই পায়নি।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ