নূর আলম, জেদ্দা থেকে:
সৌদি আরবের জেদ্দায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার(২১ ফেব্রুয়ারী)সকালে জেদ্দায় “বাংলাদেশ কন্স্যুলেট” এর উদ্যোগে দিবসটি পালন করা হয়।
দিবসের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন কনসাল জেনারেল নাজমুল হক।
দ্বিতীয়পর্বে কোরআন তেলাওয়াতের পর দিবসটি উপলক্ষে দেয়া রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী,পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন শুনান কনস্যুলেট কর্মকর্তারা। বাণী পাঠ শেষে আগত প্রবাসী বাংলাদেশীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য দেন কনসাল জেনারেল নাজমুল হক।
শুভেচ্ছা বক্তব্যের পর কনসাল জেনারেল নাজমুল হকের নেতৃত্বে কনস্যুলেট কর্মকর্তারা কনস্যুলেট প্রাঙ্গনে স্থাপিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় মুক্তিযোদ্ধা,স্থানীয় বিভিন্ন স্কুল, কমিউনিটি, রাজনৈতিক সংগঠন, পেশাজীবী সংগঠন, ব্যবসায়ী ও সাংবাদিক সহ প্রবাসী বাংলাদেশীরাও পুস্পমাল্য অর্পণ করেন।
মন্তব্য করুনঃ