• ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই চৈত্র ১৪৩০ দুপুর ১২:৩৯:৫৪ (29-Mar-2024)
  • - ৩৩° সে:

রমজানের প্রথম জুমায় মসজিদে মুসল্লিদের ঢল


শুক্রবার ২৪শে মার্চ ২০২৩ দুপুর ০২:৩৭



রমজানের প্রথম জুমায় মসজিদে মুসল্লিদের ঢল

ছবি সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

পবিত্র রমজানের প্রথম জুমায় ঢল নামে ধর্মপ্রাণ মুসল্লিদের। মসজিদে মসজিদে বয়ান ও খুতবায় সিয়াম সাধনার গুরুত্ব তুলে ধরা হয়। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাতে অংশ নেন মুসল্লিরা। 

রাজধানীর বিভিন্ন মসজিদ ঘুরে দেখা গেছে, রমজান মাসের প্রথম জুমায় মুসল্লিরা নিজেদের শপে দেন মহান রবের দরবারে। সিজদায় নত শির, মুখে ছিল মহান আল্লাহর মাহাত্ম্যের ঘোষণা। 

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঢল নামে ধর্মপ্রান মুসল্লিদের। বায়তুল মোকাররমে জুমার জামাতে অংশ নিতে বেলা সাড়ে ১১টা থেকে বিভিন্ন এলাকা থেকে নানা বয়সী মানুষ আসা শুরু করেন। দুপুর সাড়ে ১২টার দিকেই ভরে ওঠে মসজিদের মূল ভবন। ফলে মসজিদের ভেতরে জায়গা না হওয়ায় কয়েক শতাধিক মুসল্লি বাইরে নামাজ আদায় করেন। 

জুমার খুতবা পরিচালনা করেন প্রধান খতিব মাওলানা রুহুল আমিন। প্রায় পৌনে ১ ঘণ্টার খুতবায় তিনি সিয়াম সাধনার গুরুত্ব তুলে ধরেন। 

রাজধানীর অন্যান্য মসজিদগুলোতেও একই চিত্র দেখা গেছে। আজানের আগেই বিভিন্ন স্থান থেকে দলে দলে মসজিদে এসে ভিড় জমান মুসল্লিরা। নির্দিষ্ট স্থানে সংকুলান না হওয়ায় অনেকেই অবস্থান নেন মসজিদের আশপাশে। 

নামাজ শেষে মুসল্লিরা জানান, প্রথম রোজার জুমার জামাতে অংশ নিতে পেরে নিজেদের ভাগ্যবান মনে করছেন তারা। পাশাপাশি এবারের রমজানে পাঁচটি জুমার নামাজ পড়ার আশা করেন মুসল্লিরা।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ