• ঢাকা
  • |
  • সোমবার ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১ ভোর ০৫:০৩:৪৮ (20-May-2024)
  • - ৩৩° সে:

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্মজয়ন্তী আজ


বুধবার ৮ই মে ২০২৪ সন্ধ্যা ০৬:১২



বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্মজয়ন্তী আজ

ছবি: সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

বৈশাখের ঈশানকোণে যখন মেঘের ঘনঘটা, ঝড়ো বাতাসে প্রকৃতি যখন রৌদ্রমূর্তি ঠিক তখন প্রবল শক্তিমত্তা নিয়ে ধরণিতে আগমন বাংলা সাহিত্যের মহিরুহ রবি ঠাকুরের। ১৮৬১ সালের এই দিনে কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়ীতে সারদা দেবী এবং দেবেন্দ্রনাথ ঠাকুরের ঘর আলো করে আসেন বাংলা সাহিত্যের এই দিকপাল। অনন্য সব সৃষ্টি গল্প, কবিতা, উপন্যাস, ছোটগল্প ও অসংখ্য গানের মধ্য দিয়ে বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে কবিগুরু পৌঁছে দিয়েছেন সারা বিশ্বের কাছে। বনেদী পরিবারে জন্মের সুবাদে ছোটবেলা থেকেই শিল্প-সাহিত্যের সঙ্গে সখ্যতা ছিলো তাঁর। ১৮৭৮ সালে মাত্র ১৭ বছর বয়সে প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ “কবিকাহিনী”। 

পুরোটা জীবন রবিঠাকুর মগ্ন ছিলেন সাহিত্য সাধনায় । ফলে তার সৃষ্টিকর্মের সংখ্যাও বিপুল। ৫২টি কাব্যগ্রন্থ, ৩৮টি নাটক, ১৩টি উপন্যাস, ৩৬টি প্রবন্ধ ও ৯৫টি ছোটগল্প এবং রচনা করেছেন্ দুই হাজার গান। চিত্রশিল্পী হিসেবেও এঁকেছিলেন প্রায় দুই হাজার ছবি। বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে তার সাহিত্যকর্ম সংযোজিত হয়েছে পাঠ্য সূচিতে। বাংলাদেশের জাতীয় সংগীত “আমার সোনার বাংলা”সহ তিনটি দেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা তিনি। ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন রবিঠাকুর।

লেখালেখির পাশাপাশি তিনি ১৯০১ সালে পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে প্রতিষ্ঠা করেন ব্রহ্মচর্যাশ্রম। এরপর থেকে সেখানেই বসবাস শুরু করেন কবিগুরু। ১৯১৯ সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি ব্রিটিশ সরকারের দেয়া নাইট উপাধি ত্যাগ করেন। ১৯৪১ সালে জোড়াসাঁকোতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কবিগুরু। 

বাংলা সাহিত্যের সব শাখায় বিচরণকারী রবি ঠাকুরের কবিতা ও গানে, প্রাণ-ঐশ্বর্যে পূর্ণতা লাভ করেছে বাংলা সাহিত্য। ধরা দিয়েছে বাঙালির সূক্ষ্মতম আবেগ, জীবনবোধ, প্রার্থনা ও প্রত্যয়। 

হে নূতন, দেখা দিক আর-বার জন্মের প্রথম শুভক্ষণ”- এই গানে পৃথিবীতে চির নতুনের আগমনের শুভক্ষণকে ব্যক্ত করেছিলেন বিশ্বকবি। 

 “সোনার বাংলা স্বপ্ন ও বাস্তবতা: রবীন্দ্রনাথ থেকে বঙ্গবন্ধু”-এই স্লোগানে এ বছর বাংলাদেশে জাতীয়ভাবে কবিগুরুর জন্মবার্ষিকী পালিত হচ্ছে। পঁচিশে বৈশাখ কবিগুরু রবী-ঠাকুরের ১৬৩ তম জয়ন্তীতে কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়ি ঘিরেও আয়োজিত হয়েছে নানা অনুষ্ঠান। কলকাতায়  কবির জন্মস্থান জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি ও রবীন্দ্রসদন এবং শান্তিনিকেতনে চলছে নানা আয়োজন। এছাড়াও সারা বিশ্বের বিভিন্ন দেশে বাংলা ভাষাভাষী মানুষ পালন করছেন কবিগুরু রবি ঠাকুরের জন্মজয়ন্তী। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ