• ঢাকা
  • |
  • শনিবার ৭ই বৈশাখ ১৪৩১ বিকাল ০৪:২৩:০৫ (20-Apr-2024)
  • - ৩৩° সে:

দেশের পুঁজিবাজারে বেড়েছে সূচক ও লেনদেন


বুধবার ৮ই ফেব্রুয়ারি ২০২৩ সন্ধ্যা ০৬:০১



দেশের পুঁজিবাজারে বেড়েছে সূচক ও লেনদেন

ছবি সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

দেশের প্রধান দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে সূচক ও লেনদেনের পরিমাণ। 

বুধবার (৮ ফেব্রুয়ারি) পুঁজিবাজারে সপ্তাহের চতুর্থ কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়। 

ডিএসইর বাজার বিশ্লেষণ অনুযায়ী, বুধবার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স অবস্থান করছে ৬ হাজার ২৯৫ দশমিক ৬৬ পয়েন্টে, যা গত মঙ্গলবারের তুলনায় বেড়েছে ১০ দশমিক ২৫ পয়েন্ট। 

এছাড়া ডিএসইএস সূচক অবস্থান করছে ১ হাজার ৩৭৪ দশমিক ৯৬ পয়েন্টে, যা গত কার্যদিবসের তুলনায় বেড়েছে ৫ দশমিক ১১ পয়েন্ট। আর ডিএসই-৩০ সূচক ৬ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২৪১ দশমিক ৫৭ পয়েন্টে। 

এদিকে মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ছিল ৬ হাজার ২৮৫ দশমিক ৪ পয়েন্ট। ডিএসইএস সূচক ছিল ১ হাজার ৩৬৯ দশমিক ৮৬ পয়েন্ট। আর ডিএস-৩০ সূচক ছিল ২ হাজার ২৩৪ দশমিক ৬৮ পয়েন্ট। 

বুধবার ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণও। এদিন লেনদেন হয়েছে ৭৪৮ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার, যা আগের কার্যদিবস থেকে ১৯৫ কোটি টাকা বেশি। মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছিল  ৫৫৩ কোটি ১৯ লাখ টাকার শেয়ার। 

এছাড়া এদিন ডিএসইতে ৩৩৬ টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এরমধ্যে দাম বেড়েছে ৪৪ টি কোম্পানির, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭২টি কোম্পানির শেয়ারের দাম। 

বুধবার লেনদেনের শীর্ষে ছিল বিএসসি। এছাড়া জেনেক্স, শাইনপুকুর সিরামিক, অলিম্পিক, অরিয়ন ফার্মা, আমরা নেটওয়ার্কস, সী পার্ল, ইস্টার্ন হাউজিং, জেমেনী সী ফুড ও বেক্সিমকো ফার্মা ছিল শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের তালিকায়। 

এছাড়া সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই এদিন বেড়েছে ৩১ পয়েন্ট। সূচক অবস্থান করছে ১৮ হাজার ৫৭১ পয়েন্টে। এদিন সিএসইতে ১৪৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৫টির, কমেছে ৬২টি ও অপরিবর্তিত রয়েছে ৬১টির কোম্পানির শেয়ার দর। 

এদিকে বুধবার সিএসইতে লেনদেন বেড়েছে প্রায় ১৪ কোটি টাকা। এদিন লেনদেন হয়েছে ২০ কোটি ৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট । গত কার্যদিবসে এর পরিমাণ ছিল ৬ কোটি ১৫ লাখ টাকা।

মন্তব্য করুনঃ