• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই বৈশাখ ১৪৩১ সকাল ০৭:৪৭:২২ (25-Apr-2024)
  • - ৩৩° সে:

ফ্রাঙ্কফুর্টকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে শেষ আটে নাপোলি


বৃহঃস্পতিবার ১৬ই মার্চ ২০২৩ দুপুর ১২:০২



ফ্রাঙ্কফুর্টকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে শেষ আটে নাপোলি

ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: 

চ্যাম্পিয়ন্স লিগের শীর্ষ আটে ওঠার লড়াইয়ে ফ্রাঙ্কফুর্টকে ৩-০ গোলে হারিয়েছে নাপোলি। এ জয়ে ৫-০ ব্যবধানে এগিয়ে থেকে লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল নেপলসের ক্লাবটি। 

বুধবার দিবাগত রাত ২টায় চ্যাম্পিয়ন্স লিগের শীর্ষ আটে ওঠার লড়াইয়ে ইতালিয়ান জায়ান্ট নাপোলির ঘরের মাঠে নামে ফ্রাঙ্কফুর্ট। তবে ম্যাচ শুরুর আগেই শহরটিতে বাধে দাঙ্গা। সমর্থকেরা পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং পাথর ছুঁড়তে থাকে। 

ফ্রাঙ্কফুর্টের সমর্থকদের স্টেডিয়ামে ঢোকার নিষেধাজ্ঞা দিয়েছিল ইতালিয়ান কর্তৃপক্ষ। তবে সমর্থকেরা সব নিষেধাজ্ঞা অমান্য করে স্টেডিয়ামে হাজির হয়। তাতে এক প্রকার শঙ্কা নিয়েই খেলা মাঠে গড়ায়। 

প্রথম লেগে ২-০ গোলে এগিয়ে থেকেই এদিন মাঠে নামে নাপোলি। ক্লাবটি এগিয়ে থাকলেও কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের লক্ষ্যে মরিয়া হয়ে খেলতে থাকে স্বাগতিকরা। ম্যাচের শুরু থেকেই আক্রমণে এগিয়ে থাকে নাপোলি। একের পর এক সুযোগ তৈরি করতে থাকে দলটি। 

তবে ফ্রাঙ্কফুর্টের রক্ষণদুর্গ ভাঙতে না পারায় এগিয়ে যেতে পারেনি নাপোলি। বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও বল জালে জড়াতে ব্যর্থ হয় নেপলসের ক্লাবটি। প্রথমার্ধের যোগ করা সময়ে এক গোল করে লিড নেয় নাপোলি। ভিক্টর ওসিমহেনের গোলে ১-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা। 

দ্বিতীয়ার্ধ্বে মাঠে নেমে ৫৩ মিনিটে জোড়া গোলে দলকে ২-০ তে এগিয়ে দেন ওসিমহেন। প্রতিপক্ষ ফ্রাঙ্কফুর্ট বারবারই ব্যর্থ হয় গোল করতে। ব্যবধান কমানোর পরিবর্তে ম্যাচের ৬৪ মিনিটে আরও এক গোল খেয়ে বসে তারা। পেনাল্টি থেকে পিওতর জিলিনস্কির গোলে ব্যবধান হয় ৩-০। 

শেষ পর্যন্ত ফ্রাঙ্কফুর্ট কোনো গোল শোধ করতে না পারলে জয় নিয়ে মাঠ ছাড়ে নাপোলি। এ জয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল ইতালিয়ান ক্লাবটি।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ