• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই বৈশাখ ১৪৩১ বিকাল ০৫:২৬:৪০ (25-Apr-2024)
  • - ৩৩° সে:

১১:১৮ এএম, ৩০ জানুয়ারী ২০২৩


ক্যাটাগরি

বাংলাদেশ
বাণিজ্য

সময় বাড়ছে না বাণিজ্য মেলার


সোমবার ৩০শে জানুয়ারী ২০২৩ সকাল ১১:১৮



সময় বাড়ছে না বাণিজ্য মেলার

ছবি : সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক :

ব্যবসায়ীরা আবেদন করলেও সময়সীমা বাড়ানো হচ্ছে না ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৭তম আসরের। নির্ধারিত সময়েই শেষ হচ্ছে বাণিজ্য মেলার।

রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শন কেন্দ্রে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত এই মেলার পর্দা নামবে আগামী মঙ্গলবার (৩১ জানুয়ারি)। আয়োজক সংস্থা রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে তা জানা গেছে।

জানা গেছে, নির্ধারিত সময়ে মেলা শুরু হওয়ায় সময় বাড়ানো হচ্ছে না। মঙ্গলবার অনুষ্ঠিত হবে মেলার সমাপনী অনুষ্ঠান। আয়োজক সংস্থার দাবি, এবার দর্শনার্থীদের আগমন ও উপস্থিতি প্রত্যাশার চেয়ে বেশি ছিল। যদিও ব্যবসায়ীরা বলছেন, দর্শনার্থী বেশি থাকলেও তেমন কেনাকাটা করেনি।

গত ১ জানুয়ারি মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯৯৫ সাল থেকে বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবির যৌথ উদ্যোগে আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। দেশীয় পণ্যের প্রচার, প্রসার, বিপণন ও উৎপাদনে সহায়তার জন্য এ মেলার আয়োজন করা হয়।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ