• ঢাকা
  • |
  • শনিবার ১৩ই বৈশাখ ১৪৩১ রাত ০১:১৮:৪৭ (27-Apr-2024)
  • - ৩৩° সে:

একনেকে ১০৬৪০ কোটির ১১ প্রকল্প অনুমোদন: পরিকল্পনামন্ত্রী


মঙ্গলবার ১৭ই জানুয়ারী ২০২৩ বিকাল ০৩:৪৬



একনেকে ১০৬৪০ কোটির ১১ প্রকল্প অনুমোদন: পরিকল্পনামন্ত্রী

ছবি সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক : 

প্রায় ১০ হাজার ৬৪০ কোটি ৫৮ লাখ টাকা ব্যয় সম্বলিত ১১টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহি কমিটি (একনেক)। এর মধ্যে সরকারি অর্থায়ন ৭ হাজার ৮২৭ কোটি ৫০ লাখ টাকা এবং বৈদেশিক অর্থায়ন ২ হাজার ৮৮০ কোটি ১৮ টাকা।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) শেরে বাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী এবং একনেক-এর চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে। 

একনেক বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নে পরিকল্পনামন্ত্রী এ কথা বলেন। 

সাংবাদিকদের এক প্রশ্নে (ইভিএম) নিয়ে মন্ত্রী বলেন, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কেনার প্রকল্প আজকে একনেকে তোলা তালিকায় ছিল না। তাই এ বিষয়ে কোন আলোচনা হয়নি। তিনি বলেন, প্রধানমন্ত্রীও এ বিষয়ে কিছু জানতে চাননি। 

এটা আইন অনুযায়ী প্রক্রিয়াধীন। যদি এটা অনুমোদন না হয় তবে সংশ্লিষ্টরা দেখবেন। এটা আমার আওতায় নেই। 

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১১ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১০ হাজার ৬৮৩ কোটি ৫৮ লাখ টাকা। এরমধ্যে সরকারি তহবিল থেকে ৭ হাজার ৮২৭ কোটি ৫০ লাখ টাকা এবং বৈদেশিক সহায়তা থেকে ২ হাজার ৮৮০ কোটি ১৮ লাখ টাকা ব্যয় করা হবে।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ