• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১১ই বৈশাখ ১৪৩১ ভোর ০৪:৩০:৪৮ (25-Apr-2024)
  • - ৩৩° সে:

ভারতীয় প্রমোদতরী ‘গঙ্গা বিলাস’ এখন মোংলা বন্দরে


শনিবার ৪ঠা ফেব্রুয়ারি ২০২৩ বিকাল ০৩:৩৮



ভারতীয় প্রমোদতরী ‘গঙ্গা বিলাস’ এখন মোংলা বন্দরে

ছবি : সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক :

ভারতীয় মালিকানাধীন বিশ্বের দীর্ঘতম প্রমোদতরী এম ভি গঙ্গা বিলাস এখন সুন্দরবনে। দুপুরে মোংলা বন্দরে পৌঁছেছে পাঁচ তারকা মানের এ জাহাজটি।

শুক্রবার (০৩ ফেব্রুয়ারী) দুপুরে নৌযানটি সুন্দরবনের বাংলাদেশ সীমানায় প্রবেশ করেছে। 

শনিবার (০৪ ফেব্রুয়ারী) দুপুরে মোংলা বন্দরের ৬ নম্বর জেটিতে ভিড়ে বিলাসবহুল পাঁচ তারকা মানের এ জাহাজটি।

এদিকে প্রমোদতরীতে থাকা পর্যটকদের স্বাগত জানাতে নানা প্রস্তুতি গ্রহণ করেছেন মোংলা বন্দর কর্তৃপক্ষ। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহামুদ চৌধুরী, ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ও মোংলা বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলীসহ পদস্থ কর্মকর্তারা অভ্যর্থনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

মোংলা বন্দর কর্তৃপক্ষ সূত্র জানায়, বাংলাদেশে অবস্থানকালে ‘গঙ্গা বিলাস’ খুলনা জেলার কয়রার আংটিহারা হয়ে ম্যানগ্রোভ সুন্দরবনে প্রবেশ করে মোংলা বন্দর হয়ে বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদ এলাকা ঘুরবেন বিদেশি পর্যটকরা। পরে নৌপথে বরিশাল হয়ে মেঘনা ঘাটে অবস্থান করে সোনারগাঁও ও ঢাকায় ভ্রমণ করবেন গঙ্গা বিলাসের যাত্রীরা। সেখান থেকে টাঙ্গাইল ও সিরাজগঞ্জ হয়ে কুড়িগ্রামের চিলমারী, রংপুরের দর্শনীয় স্থানে ভ্রমণের সুযোগ থাকছে তাদের।

গঙ্গা বিলাস দেশের অভ্যন্তরে থাকাকালীন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ প্রটোকল রুটের নাব্য রক্ষা, বার্দিং সুবিধা নিশ্চিতকরণ ও নৌপথ ব্যবহারের জন্য ভয়েজ পারমিশন প্রদান এবং ভয়েজ পারমিশনের সার্বিক মনিটরিংয়ের দায়িত্বে থাকবে। আগামী ১৩ মার্চ গঙ্গা বিলাস আসামের ডিব্রুগড় থেকে একই পথে ফেরার কথা রয়েছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের বোর্ড ও গণসংযোগ বিভাগের উপসচিব মো. মাকরুজ্জামান বলেন, ‘ভারতীয় প্রমোদতরীটি শনিবার দুপুরে বন্দরে ভিড়ে। প্রমোদতরীর যাত্রীদের বাংলাদেশ ভ্রমণ সুন্দর হবে বলে প্রত্যাশা করছেন বন্দর কর্তৃপক্ষ।’

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ