• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই বৈশাখ ১৪৩১ সকাল ০৯:৫২:৪১ (19-Apr-2024)
  • - ৩৩° সে:

নবনির্বাচিত রাষ্ট্রপতি প্রসঙ্গে ‘নিশ্চুপ’ বিএনপি


বৃহঃস্পতিবার ১৬ই ফেব্রুয়ারি ২০২৩ দুপুর ১২:৫৫



নবনির্বাচিত রাষ্ট্রপতি প্রসঙ্গে ‘নিশ্চুপ’ বিএনপি

ছবি : সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক :
নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নিয়ে বিএনপির অভিমত জানতে চাইলে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন কোনো কথা বলতে অপরাগতা জানিয়েছেন। এ বিষয়ে কোনো মন্তব্য করেননি বিএনপির অপর দুই স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বিএনপির এক সংবাদ সম্মেলনে নবনির্বাচিত রাষ্ট্রপতি সম্পর্কে তাদের অভিমত জানতে চাইলে তারা বিষয়টি এড়িয়ে যান।

এ সময় খন্দকার মোশাররফ হোসেন বলেন, এ বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই। আমাদের কোনো আগ্রহও নেই। ব্যাখ্যাও দিতে চাই না।

গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে গত ১৩ ফেব্রুয়ারি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলন ডাকা হয়।
সংবাদ সম্মেলনে খন্দকার মোশাররফ বলেন, ‘দেশের সমস্যা সমাধানে ব্যর্থ ও অক্ষম সরকারের পরিবর্তন চায় বলেই বিরোধী দলের সভা-সমাবেশ-মিছিলে জনগণ সক্রিয়ভাবে অংশ নিচ্ছে। মামলা, নির্যাতন অগ্রাহ্য করতে সাহসী হয়েছে এবং বিজয়ের লড়াইকে বেগবান করেছে। কিন্তু ক্ষমতাসীন দল বিরোধী দলের প্রতিটি কর্মসূচিতে সংঘাতের উস্কানি দিচ্ছে। বিরোধী দল সচেতনভাবে এসব প্ররোচনার ফাঁদে পা না দেওয়ায় সরকারি দলের মন্ত্রী ও নেতারা হতাশ হয়ে আবোল-তাবোল কথা বলে লোক হাসাচ্ছে।’

তিনি বলেন, ‘ইউনিয়ন পর্যায়ে বিএনপির পদযাত্রায় বিভিন্ন জায়গায় ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা বাধা দিয়েছে। দেশের প্রতিটি ইউনিয়নে আমাদের নেতা-কর্মীরা এই কর্মসূচিতে রাস্তায় নেমেছে। আওয়ামী লীগ যে পাল্টা শান্তি সমাবেশ করার কথা বললো, কয়টা ইউনিয়নে তারা শান্তি সমাবেশ করেছে? তারা তো শান্তি সমাবেশ করতে পারিনি। এই পাল্টা কর্মসূচি দেয়ার অর্থ হচ্ছে, তারা দুর্বল হয়ে পড়েছে। তারা দৈন্যদশায় পড়েছে এবং আবোল-তাবোল কর্মসূচি দিচ্ছে।

মোশাররফ বলেন, ‘সরকারি দলের সম্মেলনের দিন আমরা ঘোষিত কর্মসূচি স্থগিত করেছিলাম। অথচ তারা আমাদের প্রতিটি কর্মসূচির দিন পাল্টা কর্মসূচি দিয়েছে। রাজনৈতিক সংস্কৃতিতে এসব ঘটনা বর্জনীয় বলেই তা জনগণ প্রত্যাখ্যান করে নিন্দা জানায়। জনগণ আশা করে, সরকারি দল রাজনৈতিক কর্মসূচির নামে এমন সহিংস তৎপরতা বন্ধ করবে।’

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ