• ঢাকা
  • |
  • শুক্রবার ১২ই বৈশাখ ১৪৩১ ভোর ০৪:৪২:৫৩ (26-Apr-2024)
  • - ৩৩° সে:

ফুটবলকে বিদায় জানালেন ওজিল


বৃহঃস্পতিবার ২৩শে মার্চ ২০২৩ দুপুর ১২:৪৭



ফুটবলকে বিদায় জানালেন ওজিল

ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: 

জার্মানির হয়ে ২০১৪ বিশ্বকাপের শিরোপা জিতেছিলেন মেসুত ওজিল। দেশটির ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়ও ছিলেন তিনি। তবে ২০১৮ রাশিয়া বিশ্বকাপে জার্মানদের ভরাডুবির কারণ হিসেবে ওজিলকেই কাঠগড়ায় দাঁড়াতে হয়েছিল। তাই অভিমানে জার্মান ফুটবলকেই বিদায় বলে দিয়েছিলেন তুর্কি বংশোদ্ভূত এই মিডফিল্ডার।

সবশেষ তার্কিশ ক্লাব বাসাকসেহিরের হয়ে খেলেছেন ওজিল। তবে ইনজুরির কারণে নিজের নামের প্রতি সুবিচার করতে পারছিলেন না রিয়াল মাদ্রিদ ও আর্সেনালের সাবেক এই তারকা। তাই প্রফেশনাল ফুটবলকেই বিদায় জানিয়ে দিলেন বিশ্বকাপজয়ী এই তারকা ফুটবলার।

বুধবার (২২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক পোস্টের মাধ্যমে নিজেই বুট জোড়া তুলে রাখার সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন ৩৪ বছর বয়সী জার্মানির তারকা এই ফুটবলার। টুইটে ওজিল লিখেছেন, অনেক ভাবনা-চিন্তার পর আমি পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা করছি।

২০০৪ সালে ক্লাব ক্যারিয়ার শুরু করা ওজিল জার্মানির দুই ক্লাব শালকে ও ব্রেমেনের অধ্যায় শেষে ২০১০ সালে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দেন। সেখানে দুর্দান্ত তিনটি মৌসুম কাটিয়ে ইংলিশ ক্লাব আর্সেনালে যোগ দেন তিনি। সেখানে ৮ মৌসুম কাটিয়ে ২০২১ সালে তুরস্কের ক্লাব ফেনারবাচেতে যোগ দেন এই জার্মান ফুটবলার।

ক্যারিয়ারে প্রায় ৬০০টি পেশাদারি ম্যাচ খেলা ওজিল আর্সেনালের হয়েই খেলেছেন ২৫৪টি ম্যাচ। যেখানে তিনি ৪৪টি গোলও করেছেন। এছাড়া স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদে প্রায় ৩ বছর খেলেছেন তিনি। সেখানে ১৫৯ ম্যাচে ২৭টি গোল করেছেন ওজিল। দলের হয়ে ২০১২ সালে জেতেন লিগ শিরোপা। জেতেন জোড়া কোপা দেল রেও।

অবসর প্রসঙ্গে ওজিল বলেন, ‘একজন পেশাদার ফুটবলার হিসেবে প্রায় ১৭ বছর ধরে খেলার সৌভাগ্য হয়েছে আমার। দারুণ সুযোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। সাম্প্রতিক সপ্তাহ এবং মাসগুলোতে কিছু ইনজুরিতে ‍ভুগছিলাম। এটি আরও স্পষ্ট হয়ে উঠেছে যে ফুটবলের বড় মঞ্চ ছেড়ে যাওয়ার সময় এসেছে।’

জার্মানির অনূর্ধ্ব ১৯ ও অনূর্ধ্ব ২১ দলের হয়ে পারফরম্যান্সের সুবাদে ২০০৯ সালে জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছিল ওজিলের। তবে ২০১৮ রাশিয়া বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকে জার্মানির বিদায়ের পর অবসর নিয়ে নেন তিনি। যেখানে জার্মানদের হয়ে ৯২ ম্যাচে ২৩ গোল করেন অ্যাটাকিং এই মিডফিল্ডার।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ