• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই বৈশাখ ১৪৩১ বিকাল ০৩:১২:১৭ (25-Apr-2024)
  • - ৩৩° সে:

ঢাকার রাস্তা থেকে পুরোনো গাড়ি সরিয়ে নেয়ার অনুরোধ বারভিডার


বুধবার ১১ই জানুয়ারী ২০২৩ বিকাল ০৫:৩৬



ঢাকার রাস্তা থেকে পুরোনো গাড়ি সরিয়ে নেয়ার অনুরোধ বারভিডার

ছবি : সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক :

স্বাস্থ্যকর রাজধানী গড়ে তুলতে ১৫ থেকে ২০ বছরের পুরোনো আনফিট গাড়ি ধীরে ধীরে সরিয়ে নেয়ার জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) অনুরোধ করেছে গাড়ি আমদানিকারকদের সংগঠন বাংলাদেশ রিকন্ডিশনড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (বারভিডা)।

মঙ্গলবার (১০ জানুয়ারি) বারভিডা প্রেসিডেন্ট মো. হাবিব উল্লাহ ডনের নেতৃত্বে সংগঠনের একটি প্রতিনিধিদল বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদারের সঙ্গে বৈঠককালে এসব অনুরোধ জানান।

সংগঠনটি জানায়, সম্প্রতি এক প্রজ্ঞাপনে গাড়ি, জিপ, মাইক্রোবাস ও অ্যাম্বুলেন্সের রেজিস্ট্রেশন ফি উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে, যা ক্রেতাদের ওপর বোঝা হয়ে দাঁড়াবে।

তাই এসব ফি যৌক্তিকীকরণের অনুরোধ জানিয়েছে বারভিডা।

এ ছাড়া রিকন্ডিশনড গাড়ি দেশে আমদানির পর একবার আমদানিকারকের নামে এবং পরে ক্রেতার নামে রেজিস্ট্রেশন অর্থাৎ দুবার রেজিস্ট্রেশনের অযৌক্তিক প্রথা বিলুপ্ত করার দাবি জানানো হয়েছে।

তা ছাড়াও সংগঠনটি বিআরটিএ-র গাড়ি রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় বারভিডাকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছে; যাতে বারভিডা বিক্রিযোগ্য গাড়িগুলোর বিষয়ে প্রয়োজনীয় প্রত্যয়ন দিতে পারে।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ