• ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৬:৩৬:৩৫ (26-Apr-2024)
  • - ৩৩° সে:

পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ‘ন্যায়সংগত’: বাইডেন


শনিবার ১৮ই মার্চ ২০২৩ দুপুর ০২:২৭



পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ‘ন্যায়সংগত’: বাইডেন

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক:

যুদ্ধাপরাধের অভিযোগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে জারি করা আইসিসির গ্রেফতারি পরোয়ানাকে যৌক্তিক বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। খবর বিবিসির। 

স্থানীয় সময় শুক্রবার (১৭ মার্চ) হোয়াইট হাউসে পুতিনের গ্রেফতারি পরোয়ানা প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, ‘রাশিয়ার প্রেসিডেন্ট ইউক্রেনে পরিষ্কার যুদ্ধাপরাধ ঘটিয়েছেন, তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) এই গ্রেফতারি পরোয়ানা যৌক্তিক কাজ।’ 

তিনি আরও বলেন, ‘এটি আন্তর্জাতিকভাবে শুধু স্বীকৃতি দিল না, শক্তিশালী একটি পয়েন্ট তৈরি হলো।’ 

এদিকে পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক প্রতিক্রিয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, এটি একটি ঐতিহাসিক উদ্যোগ। এর মধ্য দিয়ে ঐতিহাসিক দায়িত্বের সূচনা ঘটবে। 

ইউক্রেনের শিশুদের জোরপূর্বক রাশিয়ায় নিয়ে গিয়ে যুদ্ধাপরাধ সংঘটিত করার অভিযোগে শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে নেদারল্যান্ডের হেগভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। 

তবে এ ঘটনার পর পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারিকে মূল্যহীন বলছে রাশিয়া। 

গ্রেফতারের বিষয়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা বলেছেন, ‘রাশিয়া আন্তর্জাতিক অপরাধ আদালতের কোনো সদস্য নয় এবং এর নির্দেশ মানার জন্য বাধ্য নয়। রাশিয়া এ আদালতকে কোনো সহযোগিতা করে না। আন্তর্জাতিক আদালত থেকে আসা গ্রেফতারি পরোয়ানা আইনগতভাবে আমাদের কাছে ভিত্তিহীন।’

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ