• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে বৈশাখ ১৪৩১ রাত ০৮:০৮:০০ (03-May-2024)
  • - ৩৩° সে:

ইসরাইলে মার্কিন কর্মীদের ভ্রমণে নিষেধাজ্ঞা


শুক্রবার ১২ই এপ্রিল ২০২৪ সকাল ১১:৪৬



ইসরাইলে মার্কিন কর্মীদের ভ্রমণে নিষেধাজ্ঞা

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: 

ইসরাইলের যেকোনো লক্ষ্যবস্তুতে ইরান হামলা চালাতে পারে এমন আশঙ্কায় নিজেদের কর্মীদের দেশটিতে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। 

শুক্রবার (১২ এপ্রিল) ইসরাইলের মার্কিন দূতাবাসের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, হামলার আশঙ্কায় জেরুজালেমে, তেল আবিব ও বির শিবা এলাকা থেকে তাদের কর্মীদের বের না হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। 

গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরাইলি বিমান হামলায় সিরিয়া ও লেবাননে ইরানের সেনাবাহিনীর এলিট ফোর্স আইআরজিসির দুই শীর্ষ কমান্ডারসহ অন্তত ১১ জন কর্মকর্তা নিহত হন। এরপর থেকে ইরানের শীর্ষ সামরিক ও সরকারি কর্মকর্তারা বারবার প্রতিশোধের হুঁশিয়ারি দিয়ে আসছেন। 

বুধবার (১০ এপ্রিল) ঈদের খুতবায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ফের হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেটে হামলা চালানোর জন্য ইহুদিবাদী ইসরাইলকে শাস্তি পেতেই হবে। 

তিনি বলেন, ইহুদিবাদী সরকার আরেকটি ভুল করেছে এবং তারা দামেস্কের ইরানি কনুস্যলেটে হামলা চালিয়েছে। কোনো দেশের কনস্যুলেটসহ অন্যান্য কূটনৈতিক মিশন ওই দেশের ভূখণ্ড বলে বিবেচিত হয়। তারা যখন আমাদের কনস্যুলেটে হামলা চালিয়েছে তখন মূলত তারা আমাদের ভূখণ্ডে হামলা চালিয়েছে। 

এদিকে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান ফোন করে উত্তেজনা না বাড়ানোর আহ্বান জানিয়েছে। 

অন্যদিকে ইরান প্রতিশোধমূলক হামলা চালাতে পারে, এমন শঙ্কার মধ্যে ইসরাইলকে লোহবর্মের মতো সুরক্ষা দেয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। 

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে স্থানীয় সময় বুধবার (১০ এপ্রিল) হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে কথা বলার সময় বাইডেন বলেন,আ মি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে বলেছি, ইরান এবং তার প্রক্সিদের কাছ থেকে যত হুমকি বা হামলা আসুক, ইসরাইলকে সুরক্ষার জন্য আমরা লোহবর্ম হয়ে থাকব। আমি আবার বলছি- লোহবর্ম হয়ে থাকব। 

মন্তব্য করুনঃ