ফাইল ছবি
মফস্বল ডেস্ক :
সুন্দরবনের আগ্নেয়াস্ত্রসহ বনদস্যু নয়ন বাহিনীর ৩ সদস্যকে আটকের আটক করেছে পুলিশ।
সোমবার (২৬ ডিসেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার কে এম আরিফুল হক।
পুলিশ জানায়, সম্প্রতি সুন্দরবনে কথিত নয়ন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মাসুম ফরাজিসহ তিনজনকে আটক করা হয়েছে।
রোববার (২৫ ডিসেম্বর) রাতে তথ্য প্রযুক্তির মাধ্যমে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের জয়মনিরঘোল সংলগ্ন মৃগামারি খাল থেকে তাদের আটক করা হয়। এসময় আটককৃতদের কাছ থেকে একটি দেশি একনলা বন্দুক, কয়েকটি রামদাসহ দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
আটক মাসুম ফরাজি (৩৫) ও হাসান কবিরাজের (৩০) বাড়ি জেলার শরণখোলা উপজেলার খুড়িয়াখালী গ্রামে এবং বনদস্যু মোহাম্মদ আলমগীর হোসেন হাওলাদারের (৫০) বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার চরদুয়ানি গ্রামে।
তাদের বিরুদ্ধে সুন্দরবনে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকায় একাধিক মামলা রয়েছে।
মন্তব্য করুনঃ