• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে বৈশাখ ১৪৩১ রাত ১০:২৮:৪০ (03-May-2024)
  • - ৩৩° সে:

গাজায় জিম্মিদের মুক্তির দাবিতে বিক্ষোভ ইসরায়েলে


সোমবার ২২শে এপ্রিল ২০২৪ দুপুর ১২:৩০



গাজায় জিম্মিদের মুক্তির দাবিতে বিক্ষোভ ইসরায়েলে

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: জিম্মিদের মুক্তির দাবিতে আবারও ব্যাপক বিক্ষোভ হয়েছে ইসরায়েলে। রবিবার (২১ এপ্রিল) রাজধানী তেল আবিবে বিক্ষোভকারীরা কালো কাপড় পরে রাস্তায় নামে। এসময় গাজায় বন্দিদের উদ্ধারে ব্যর্থ হওয়ায় নেতানিয়াহু সরকারের পদত্যাগসহ নতুন নির্বাচনের দাবিও করে তারা। খবর, রয়টার্স। অক্টোবরের পর জিম্মির ৬ মাস পেড়িয়ে গেলেও এখনও দেশে ফেরানো যায়নি গাজায় আটকে থাকা ইসরায়েলিদের। অনেকে খাবারের অভাবে কারাগারে মারাও গেছেন। গাজায় হত্যা করা হয়েছে অনেককে। সময় গড়িয়ে গেলেও আটককৃতদের উদ্ধারে ব্যর্থ দেশটির সরকার। বিক্ষোভকারীদের দাবি, টালবাহানায় দিনের পর দিন নষ্ট করছে প্রশাসন। বন্দিদের উদ্ধার করতে না পারায় পদত্যাগের দাবিও করছেন তারা। প্রসঙ্গত, শহরের সড়ক অবরোধ করে চলে বিক্ষোভ কর্মসূচী। তাদের হাতে দেখা যায় ইসরায়েলের পতাকা। কফিন হাতে প্রতিবাদ করেন তারা। এসময় তাদের হাতে থাকা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ডে বিভিন্ন প্রতিবাদলিপি দেখা যায়।

মন্তব্য করুনঃ