• ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই বৈশাখ ১৪৩১ বিকাল ০৫:৩৬:১৮ (26-Apr-2024)
  • - ৩৩° সে:

এবারের অস্কারে থাকছে না রেড কার্পেট!


রবিবার ১২ই মার্চ ২০২৩ বিকাল ০৩:৫৫



এবারের অস্কারে থাকছে না রেড কার্পেট!

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক: 

বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব অস্কারের বিশেষ আকর্ষণ রেড কার্পেট। নামজাদা সব তারকারা এখানে নিজেদের মেলে ধরতে অপেক্ষা করেন সারা বছর। অনেকে আবার এজন্য তৈরি করেন বিশেষ পোশাক। নতুন খবর হচ্ছে, এবারের অস্কারে থাকছে না এই লাল কার্পেট। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে এ খবর। 

চলতি বছরের অস্কার সঞ্চালক জিমি কিমেল এ প্রসঙ্গে মজার ছলে বলেন, এবারের অস্কারে হবে না কোনো রক্তপাত, বিভেদ কিংবা ছবি তোলার হুড়োহুড়িও পড়বে না। যদিও তার কথা সত্যি নয়। তবে কার্পেটের রং বদল হচ্ছে, এ কথা ঠিক। ‘লাল কার্পেট এ বছর থেকে হতে চলেছে শ্যাম্পেনরঙা। 

লাল গালিচাকে শ্যাম্পেন রঙে বদলে দেওয়ার সিদ্ধান্তটি সৃজনশীল পরামর্শদাতা লিসা লাভ ও রাউল আভিলার। জাফরান ও সিয়েনা রঙের শেড বা স্তর ‘সূর্যাস্তের মুহুর্ত কল্পনা করেই নাকি ভাবা হয়েছিল। পরে সেই রং বাতিল করে শ্যাম্পেন রঙের কার্পেট পছন্দ হয় সবার। এটি সেই শ্যাম্পেনের প্রতীক যা ডলবি থিয়েটারে পুরস্কার অনুষ্ঠান চলাকালীন সবার হাতে হাতে ঘুরবে। 

১৯৬১ সালে অস্কারের শুরু থেকেই সঙ্গে ছিল রেড কার্পেট। এটি ছাড়া যেন ভাবাই যেত না এই চলচ্চিত্র উৎসবটির কথা। এবার ৯৫তম আসরে এই রীতির ব্যত্যয় ঘটতে যাচ্ছে। আগামী ১২ মার্চ লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে রেড কার্পেটের জায়গায় এবার শোভা পাবে শ্যাম্পেন রঙের কার্পেট।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ