• ঢাকা
  • |
  • শনিবার ৬ই বৈশাখ ১৪৩১ ভোর ০৪:৩০:১৪ (20-Apr-2024)
  • - ৩৩° সে:

বিরাট কোহলিকে হারিয়ে শীর্ষে রণবীর সিং!


বৃহঃস্পতিবার ২৩শে মার্চ ২০২৩ দুপুর ০১:২৭



বিরাট কোহলিকে হারিয়ে শীর্ষে রণবীর সিং!

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক: 

কর্পোরেট ইনভেস্টিগেশন অ্যান্ড রিস্ক কনসালটিং ফার্ম ক্রোলের রিপোর্ট অনুযায়ী, বলিউড অভিনেতা রণবীর সিং ২০২২ সালের ভারতের সবচেয়ে মূল্যবান সেলিব্রিটি। ‘সেলিব্রিটি ব্র্যান্ড ভ্যালুয়েশন রিপোর্ট ২০২২’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ১৮১ দশমিক ৭ মিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ১৪৯৪ কোটি ব্র্যান্ড ভ্যালু নিয়ে শীর্ষস্থান দখল করেছেন রণবীর সিং। গত ৫ বছর শীর্ষে ছিলেন ক্রিকেটার বিরাট কোহলি। এবার তাকে পেছনে ফেললেন রণবীর। ভারতীয় সংবাদমাধ্যম জি-নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

১৭৬ দশমিক ৯ মিলিয়ন ডলার ব্র্যান্ড ভ্যালু নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেলেন বিরাট। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কত্ব ছাড়ার পর পর দুবছর তার ব্র্যান্ড ভ্যালু কমে গিয়েছে। তার ব্র্যান্ড মূল্য ২০২০ সালে ২৩৭ মিলিয়ন ডলারের বেশি ছিল, তবে ২০২১ সালে তা হ্রাস পেয়ে ১৮৫ দশমিক ৭ মিলিয়ন ডলারে নেমে আসে। 

১৫৩ দশমিক ৬ মিলিয়ন ডলার ব্র্যান্ড ভ্যালু নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন অভিনেতা অক্ষয় কুমার। ১০২ দশমিক ৯ মিলিয়ন ডলার নিয়ে এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন আলিয়া ভাট। দীপিকা পাডুকোনের ব্র্যান্ড ভ্যালুয়েশন ৮২ দশমিক ৯ মিলিয়ন ডলার, যা তাকে পঞ্চম স্থান এনে দিয়েছে। অমিতাভ বচ্চন, শাহরুখ খান, হৃত্বিক রোশনের মতো তারকারা সেরা দশের তালিকায় জায়গা করে নিয়েছেন। 

আর এই প্রথম ভারতের সেরা ২৫ জনের তালিকায় জায়গা করে নিলেন দক্ষিণী তারকা আল্লু অর্জুন ও রাশ্মিকা মন্দানা। 

ক্রোলের ম্যানেজিং ডিরেক্টর, ভ্যালুয়েশন অ্যাডভাইজরি সার্ভিসেস, অবিরল জৈন বলেন, ‘এই বছরের স্টাডির থিম হল বিয়ন্ড দ্য মেইনস্ট্রিম। যা ক্রীড়া জগতের তারকাদের পাশাপাশি দক্ষিণ ভারতীয় তারকাদের উত্থানকে শক্তিশালী ব্র্যান্ড এনডোর্সার হিসাবে স্বীকৃতি দেয়। 

‘২০২২ সালে বক্স অফিসে দক্ষিণ ভারতীয় সিনেমার দ্বিতীয় সফল বছর, যার ফলে জাতীয়স্তরে বিজ্ঞাপন ও মিডিয়া ইন্ডাস্ট্রিতে দক্ষিণী অনেক মুখের খোঁজ পাওয়া যায়।’

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ