• ঢাকা
  • |
  • শনিবার ৬ই বৈশাখ ১৪৩১ ভোর ০৫:৫৭:১১ (20-Apr-2024)
  • - ৩৩° সে:

সৌদি আরবে মেসি-বেনজেমাদের অপেক্ষায় রোনালদো!


শুক্রবার ২রা জুন ২০২৩ দুপুর ০১:২০



সৌদি আরবে মেসি-বেনজেমাদের অপেক্ষায় রোনালদো!

ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: 

শেষ হয়েছে সৌদি প্রো লিগ। দ্বিতীয় অবস্থানে থেকে শেষ করেছে রোনালদোর আল নাসর ক্লাব। ক্লাবগুলোর পালা এখন খেলোয়াড় কেনা-বেচা। এরই মধ্যে গুঞ্জন ওঠেছে, সৌদি আরবে পাড়ি জমাতে পারেন লিওনেল মেসি, করিম বেনজেমা, সার্জিও বুসকেটসের মতো ফুটবলাররা। ক্রিস্টিয়ানো রোনালদো বুঝি আছেন এসব তারকার অপেক্ষায়! 

সম্প্রতি সৌদি প্রো লিগে দেয়া এক সাক্ষাৎকারে সিআর সেভেন নিজেই বলেছেন একথা। 

হতাশার এক মৌসুম কেটেছে ক্রিস্টিয়ানো রোনালদোর। ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেন গত ডিসেম্বরে। এরপর নিজের পারফরম্যান্সে দলকে অনেকটা এগিয়ে নিলেও, আল নাসরকে জেতাতে পারেননি কোন শিরোপা। সৌদি আরবে প্রথম মৌসুমে রোনালদো ১৯ ম্যাচে করেছেন ১৪ গোল। 

এদিকে, রোনালদো আসার পর অন্য অনেক তারকা ফুটবলারের সৌদিতে আসার সম্ভাবনা আরও বেড়েছে। এ নিয়ে এখন যত গুঞ্জনই শোনা যায়, তা উড়িয়ে দেন না ইউরোপের ক্লাবগুলোও। এই যেমন দীর্ঘদিন ধরে মেসিকে নিয়ে গুঞ্জন চলছে যে, তিনি সৌদি আরবের এক ক্লাবের লোভনীয় প্রস্তাবে রাজি হয়েছেন। 

রোনালদোর সাবেক সতীর্থ করিম বেনজেমাকে নিয়েও নতুন করে গুঞ্জন ওঠেছে। এসব গুঞ্জনের মাঝেই এক সাক্ষাৎকারে তাদের নিয়ে কথা বলেছেন রোনালদো। সৌদি প্রো লিগে দেয়া ওই সাক্ষাৎকারে রোনালদো বলেন, ‘তাদের মতো এমন সব বড় বড় তারকা থেকে তরুণ ও বয়স্করাও যদি এখানে আসে, তাহলে তাদের স্বাগত জানাই। কারণ সেটা ঘটলে লিগের একটু হলেও উন্নতি হবে।’ 

সৌদি আরবের প্রো লিগ ইউরোপের লিগগুলো থেকে বেশ পিছিয়ে আছে, তা রোনালদো বুঝতে পেরেছেন এবং বলেছেনও। তবে বিশ্বের অন্যতম সেরা লিগে পরিণত হতে সৌদি প্রো লিগকে আরও উন্নতি করতে হবে বলেও মনে করেন তিনি। তার মতে এ জন্য প্রয়োজন বড় বড় তারকার। 

এরই মধ্যে অনেক তারকা ও বয়স্ক ফুটবলারের নাম শোনা যাচ্ছে সৌদি প্রো লিগে। মেসি, বেনজেমা ছাড়াও মদ্রিচ, হুগো লরিসের নামও যুক্ত হয়েছে এর সঙ্গে। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ