• ঢাকা
  • |
  • শুক্রবার ১৪ই আশ্বিন ১৪৩০ বিকাল ০৫:১৫:৫৫ (29-Sep-2023)
  • - ৩৩° সে:

৭ ঘণ্টা পর খালেদা জিয়াকে আবারও কেবিনে স্থানান্তর


সোমবার ১৮ই সেপ্টেম্বর ২০২৩ দুপুর ০১:৫১



৭ ঘণ্টা পর খালেদা জিয়াকে আবারও কেবিনে স্থানান্তর

ছবি: সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে আবারও কেবিনে স্থানান্তর করা হয়েছে। 

সোমবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় চেয়ারপার্সন মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে রোববার দিবাগত রাত দেড়টায় খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। 

সোমবার সকালে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দীন দিদার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, চিকিৎসক বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক দীর্ঘদিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে রোববার দিবাগত রাত দেড়টায় কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিট-সিসিইউতে স্থানান্তর করা হয়েছে। 

এর আগে এদিন দিবাগত রাতে মেডিকেল বোর্ডের সদস্যরা বেগম খালেদা জিয়ার চিকিৎসা ও সর্বশেষ শারীরিক অবস্থা পর্যালোচনায় বৈঠকে বসেন।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ