• ঢাকা
  • |
  • শনিবার ১২ই শ্রাবণ ১৪৩১ বিকাল ০৩:৪৯:১৭ (27-Jul-2024)
  • - ৩৩° সে:

আসছে নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট


শনিবার ১৮ই মে ২০২৪ দুপুর ১২:৩৮



আসছে নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: 

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে মাঠে গড়াতে পারে নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট। আর এ টুর্নামেন্টকে জায়গা দিতে পিছিয়ে যেতে পারে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণির টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। তবে সবকিছু চূড়ান্ত হবে আগামী মঙ্গলবার (২১ মে) বিসিবির টুর্নামেন্ট কমিটির সভায়। 

বিপিএলই বাংলাদেশে একমাত্র টি-টোয়েন্টি টুর্নামেন্ট। অথচ এই টুর্নামেন্টে বাংলাদেশের ক্রিকেটারদে ছন্দ ফিরতেই চলে যায় ৪-৫টি টুর্নামেন্ট। বিপিএল ফ্র্যাঞ্চাইজি লিগ হওয়ায় সেখানে ঘরোয়া ক্রিকেটের সকল খেলোয়াড়দের সুযোগ হয় না। তাই তো ক্রিকেটে বাংলাদেশের দুর্বলতম সংস্করণ তাই টি-টোয়েন্টি। 

অথচ ক্রিকেটের এই সংক্ষিপ্ত ভার্সনে প্রাধান্য বজায় রাখতে ভারত ও পাকিস্তান আলাদাভাবে ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টের ব্যবস্থা রেখেছে। যেমন ভারতে রয়েছে সৈয়দ মুশতাক আলী টুর্নামেন্ট আর পাকিস্তানে ন্যাশনাল টি-টোয়েন্টি। তাই এবার বিসিবিও সেই আদলে নতুন টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে বলে জানিয়েছেন বিসিবির টুর্নামেন্ট কমিটির প্রধান আহমেদ সাজ্জাদুল আলম। 

তিনি জানিয়েছেন, বিসিবির টুর্নামেন্ট কমিটি জাতীয় ক্রিকেট লিগের সঙ্গে প্রতিবছর একটি করে টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনেরও পরিকল্পনা করছে। প্রাথমিক প্রস্তাব অনুযায়ী ৮ দল নিয়ে ২৯ ম্যাচের ‘জাতীয় লিগ টি-টোয়েন্টি’ টুর্নামেন্ট আয়োজনের চিন্তা রয়েছে। যেখানে প্রতিটি দল খেলবে ৭টি করে ম্যাচ, দুই ফাইনালিস্ট পাবে ৮টি ম্যাচ। টুর্নামেন্টের সম্ভাব্য ম্যাচ ফি ধরা হয়েছে ২০ হাজার টাকা করে। 

মন্তব্য করুনঃ


-->