• ঢাকা
  • |
  • শনিবার ১৩ই বৈশাখ ১৪৩১ ভোর ০৪:১৪:৫৫ (27-Apr-2024)
  • - ৩৩° সে:

প্রয়াত মাসুম বাবুলের পরিবারের পাশে ডিপজল


শুক্রবার ২৪শে মার্চ ২০২৩ বিকাল ০৪:৩৭



প্রয়াত মাসুম বাবুলের পরিবারের পাশে ডিপজল

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক: 

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কোরিওগ্রাফার প্রয়াত মাসুম বাবুলের সন্তানদের দুই লাখ টাকা দিয়েছেন জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। তার ছেলে-মেয়ের পড়াশোনার জন্যই এই টাকা দিয়েছেন বলে জানা গেছে।

ইতোমধ্যে বিষয়টি নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেছেন চিত্রনায়ক জায়েদ খান ও চিত্রনায়িকা অঞ্জনা। সেই সঙ্গে ডিপজলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নব্বই দশকের জনপ্রিয় এই অভিনেত্রী।

পাঠকদের জন্য অঞ্জনার পোস্টটি হুবহু তুরে ধরা হলো-

অশেষ কৃতজ্ঞতা আমাদের বাংলা চলচ্চিত্রের, মহানুভবতার অনন্য অগ্রদূত, চলচ্চিত্রের দুঃখী মানুষের পাশে সুখের বার্তা নিয়ে, শান্তির দীর্ঘ প্রত্যয় নিয়ে যিনি প্রতিনিয়ত সকলের পাশে এসে দাঁড়ায় তিনি আমাদের সকলের প্রাণপ্রিয় মহান একজন মানুষ। জননন্দিত স্বনামধন্য চিত্রনায়ক ও অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ভাই।

বাংলা চলচ্চিত্রের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত প্রয়াত নৃত্য পরিচালক মাসুম বাবুল ভাইয়ের দুই ছেলে-মেয়ের লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য দুই লাখ টাকা প্রদান করেন ডিপজল ভাই এবং সব সময় তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। এই মহানুভবতার সত্যিকার অর্থেই কোনো তুলনাই হয় না।

ডিপজল ভাই আপনার তুলনায একমাত্র শুধুই আপনি, স্যালুট আপনাকে। আর আমাদের বাংলা চলচ্চিত্রের মানবতার মহানায়ক জনপ্রিয় চিত্রনায়ক প্রিয় ছোটভাই জায়েদ খান সর্বোপরি সকল শিল্পীদের বিপদে যার ভূমিকা অতুলীয়। যে তার কাজের মাধ্যমে বিগত দিনগুলোতে এবং এখন পর্যন্ত প্রতিনিয়ত প্রমাণ করে যাচ্ছে নিঃস্বার্থভাবে। কীভাবে মানবতার কল্যাণে শিল্পীদের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখা যায় আত্বমানবতার স্বার্থে যার মহান অগ্রণী ভূমিকা চির সম্ভার।

প্রসঙ্গত, ৬ মার্চ সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান মাসুম বাবুল। দীর্ঘদিন মরণব্যাধি ক্যানসারে ভুগছিলেন তিনি। এক বছর তিন মাস লড়াই করার পর অবশেষে জীবনযুদ্ধে হেরে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন মাসুম বাবুল।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ