• ঢাকা
  • |
  • শনিবার ৭ই বৈশাখ ১৪৩১ বিকাল ০৩:০৬:৫০ (20-Apr-2024)
  • - ৩৩° সে:

দলকে প্রস্তুত করতে চোট নিয়ে মাঠে নামলেন পোথাস


শুক্রবার ২রা জুন ২০২৩ দুপুর ০১:৩৬



দলকে প্রস্তুত করতে চোট নিয়ে মাঠে নামলেন পোথাস

ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: 

ইংল্যান্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন নিক পোথাস। বাংলাদেশ দলের এই নতুন সহকারী কোচ এবার কাজ করছেন আফগানিস্তান সিরিজ সামনে রেখে। 

প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ছুটি কাটাচ্ছেন। তার অনুপস্থিতিতে চোট কাটিয়ে পুরোপুরি ফিট না হওয়ার পরও টাইগার সহকারী কোচ নিক পোথাস মাঠে ফিরেছেন শিষ্যদের প্রস্তুত করতে। প্রি-সিরিজ ক্যাম্পে দলকে প্রস্তুত রাখার গুরু দায়িত্ব পোথাসের কাঁধেই। তৃতীয় দিনে তালিম দিলেন মুশফিক-লিটন-জাকের-মিরাজদের। 

বিসিবির সঙ্গে তার চুক্তি দুই বছরের। টাইগারদের দায়িত্ব বুঝে নিয়েছেন মাসখানেক হলো। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এই প্রথম মুখোমুখি হলেন গণমাধ্যমের। জানানেল টাইগারদের দায়িত্ব নিতে আগ্রহী হওয়ার কারণ। দেখালেন বিশ্বকাপ জয়ের স্বপ্ন। 

পোথাস বলেন, অন্য দেশগুলো বিশ্বকাপে কী চায়? আমরাও তাই চাই। আমরাও উচ্চাকাঙ্ক্ষী। বিশ্বকাপে নিজেদের গর্বিত করতে চাই। তবে আমাদের নিয়ন্ত্রণের বাইরে থাকা জিনিস নিয়ে আমরা দুশ্চিন্তা করতে পারি না। 

অক্টোবরে ভারতে বিশ্বকাপে খেলতে নামার আগে আফগানিস্তান, এশিয়া কাপ ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবেন তামিম ইকবালরা। পোথাস বলেন, আমাদের ভালো প্রস্তুতি নিতে হবে। প্রতিপক্ষ সম্পর্কে সর্বোচ্চ ধারণা নিয়ে নিজেদের সেরাটা দিতে হবে। বিশ্বকাপ সবসময় চমক নিয়ে আসে। নিজেদের নিয়ে চিন্তা করাই তাই সবচেয়ে ভালো। আমরা ঠিক পথেই থাকবো। 

তিনি বলেন, আমার কাছে জাদুর কাঠি আছে। সেটা দিয়েই বাংলাদেশ দলকে বদলে দিতে চাই… মজা করে বললাম। আসলে, কোনো কিছু দিয়ে রাতারাতি সব বদলে দেয়া যায় না। আমিও পারবো না। এই দলের যে সামর্থ্য আছে, তাতে ভালো না করার কোনো কারণ নেই। আশা করি, ভালো জায়গায় যেতে পারবো। 

তাওহিদ হৃদয়ের সঙ্গে আলাদাভাবে কথা বলতে দেখা যায় পোথাসকে। পোথাস বলেন, হৃদয় দারুণ! তার ওয়ার্ক এথিকস অবিশ্বাস্য। সফল হওয়ার তাড়না আছে। হৃদয়ের ব্যাপারে রোমাঞ্চকর বিষয় হলো, ওর যা স্কিল, সেটি দিয়ে তার অনেক উঁচুতে যাওয়ার সম্ভাবনা আছে।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ