• ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই চৈত্র ১৪৩০ সকাল ০৮:৩৬:০৬ (29-Mar-2024)
  • - ৩৩° সে:

ক্রিকেটকে বিদায় জানালেন পেইন


শুক্রবার ১৭ই মার্চ ২০২৩ দুপুর ০১:১৩



ক্রিকেটকে বিদায় জানালেন পেইন

ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: 

অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট অধিনায়ক টিম পেইন শুক্রবার (১৭ মার্চ) সব ধরনের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। এদিন ঘরোয়া লিগে তাকে ‘গার্ড অব অনার’ দেয়া হয়। 

২০২১ সালে নারী কেলেঙ্কারির কারণে অস্ট্রেলিয়ার অধিনায়কের দায়িত্ব হারান পেইন। যার কারণে সে বছর অ্যাশেজ থেকে বাদ দেয়া হয় ৩৮ বছর বয়সী এই উইকেটরক্ষককে। 

তবে শেফিল্ড শিল্ডে তাসমেনিয়ার হয়ে পেইন আবারও ক্রিকেটে পা রাখেন। যদিও দলটির সঙ্গে চুক্তি ছিল না তার। কিন্তু দলের সঙ্গে যুক্ত হয়ে সাত ইনিংসে মাত্র ১৫৬ রান করেন। 

২০০৫ সালে ঘরোয়া লিগে তাসমেনিয়ার হয়ে অভিষেক হয় পেইনের। ২০০৯ সালে জাতীয় দলে অভিষেকের পর অস্ট্রেলিয়ার হয়ে ৩৫টি টেস্ট ও সমান সংখ্যক ওয়ানডে খেলেছেন। 

ক্রিকেটকে বিদায় জানানোর পর তাসমেনিয়ার অধিনায়ক জর্ডান সিল্ক বলেন, 'তিনি একজন অসাধারণ খেলোয়াড়। আমরা অবশ্যই স্টাম্পের পেছনে তাকে অনেক মিস করব। অস্ট্রেলিয়ায় টিম পেইনের মতো ভালো উইকেটরক্ষক আর হবে বলে আমার মনে হয় না।’ 

নিজের শেষ ঘরোয়া লিগের ম্যাচটা রাঙাতে পারেননি পেইন। কুইন্সল্যান্ডের বিপক্ষে ম্যাচটি ড্র করেছে পেইনের দল তাসমেনিয়া। সে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে টিম পেইন করেছেন মাত্র ৪৫ রান।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ