• ঢাকা
  • |
  • রবিবার ২২শে বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৭:১৯:৫৩ (05-May-2024)
  • - ৩৩° সে:

বিরোধীরা আশা করছে কম্বোডিয়ার মতো নিষেধাজ্ঞা আসবে: ওবায়দুল কাদের


শনিবার ১৩ই জানুয়ারী ২০২৪ দুপুর ০১:০৬



বিরোধীরা আশা করছে কম্বোডিয়ার মতো নিষেধাজ্ঞা আসবে: ওবায়দুল কাদের

ছবি সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যারা ইলেকশন বর্জন করেছে, তারা নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। তাকিয়ে আছে বিদেশি বন্ধুদের দিকে যাতে কম্বোডিয়ার মতো নিষেধাজ্ঞা আসে। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী কোনো নিষেধাজ্ঞা-ভিসানীতির পরোয়া করেন না। 

শনিবার (১৩ জানুয়ারি) সকাল টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

ওবায়দুল কাদের বলেন, নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন করাই মূল চ্যালেঞ্জ। তবে এ ইশতেহার বাস্তবায়নেও অনেক চ্যালেঞ্জ রয়েছে। অনেক বাধা বিঘ্ন আসতে পারে। আমরা ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়’ নীতিতে চলবো। 

আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ জাতির জনকের সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নতুন মন্ত্রিসভার সদস্যরা।   

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ