• ঢাকা
  • |
  • বুধবার ১০ই বৈশাখ ১৪৩১ রাত ০৩:০৬:১৬ (24-Apr-2024)
  • - ৩৩° সে:

উইন্ডিজদের হোয়াইটওয়াশ করল দক্ষিণ আফ্রিকা


রবিবার ১২ই মার্চ ২০২৩ দুপুর ০২:৫৭



উইন্ডিজদের হোয়াইটওয়াশ করল দক্ষিণ আফ্রিকা

ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: 

ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দক্ষিণ আফ্রিকা তাদের হোম সামার এবং ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্র শেষ করলো। ২৮৪ রানের বিশাল জয়ে পয়েন্ট তালিকার তিনে থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপ শেষ করলো প্রোটিয়ারা। 

তবে শেষ পর্যন্ত তারা তিনে থাকতে পারবে কি না তা নির্ভর করছে নিউ জিল্যান্ড ও শ্রীলঙ্কা সিরিজে। তবে এবারের চক্রে তাদের উন্নতি হয়েছে। গতবার সাতে থেকে এ লড়াই শেষ করেছিল। 

জোহানেসবার্গে একদিন হাতে রেখে ওয়েস্ট ইন্ডিজকে ২-০ ব্যবধানে হারিয়েছে প্রোটিয়ারা। আগের দিনের ২৮৭ রানের সঙ্গে শনিবার ৩৪ রান করে শেষ ৩ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে ৩১০ রানে অলআউট হওয়া দলটি দ্বিতীয় ইনিংসে মাত্র ১ রান বেশি করে। তাতে ওয়েস্ট ইন্ডিজ ৩৯১ রানের টার্গেট পায়। সেই লক্ষ্য তাড়া করতে গিয়ে অতিথিরা গুটিয়ে যায় মাত্র ১০৬ রানে। প্রথম ইনিংসে তারা করেছিল ২৫১ রান।

দক্ষিণ আফ্রিকা আজ তাকিয়ে ছিল তেম্বা বাভুমার ব্যাটে। ১৭১ রানে দিন শুরু করেছিলেন বাভুমা। ক‌্যারিয়ারের প্রথম ডাবলের পথে হাঁটছিলেন তিনি। কিন্তু স্কোরবোর্ডে ১ রান যোগ করতেই শেষ তার ইনিংস। পেসার জেসন হোল্ডারের বলে রোচের হাতে ধরা পড়েন। ভালো করতে পারেননি কেশভ মহারাজও। ১০ রানে মায়ার্সের বলে আউট হন। শেষ দিকে কোয়েটজি ৯ ও রাবাদা ১৬ রান যোগ করে দলের পুঁজি বাড়ান। 

বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে যায় ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং অর্ডার। এক সময়ে ১৯ ওভারে তাদের রান ছিল ৬ উইকেটে ৩৪।সেখান থেকে জশুয়া ডি সিলভার ৩৪, হোল্ডারের ১৯ ও জোসেফের ১৮ রানে মান রক্ষা হয় ক্যারিবীয়দের। তাতে দলের রান শতরান পেরিয়ে ১০৬ রানে যায়। 

বল হাতে ৩টি করে উইকেট নেন সিমন হার্মার ও জেরাল্ড কোয়েটজি। ২টি করে উইকেট নেন রাবাদা ও মহারাজ। 

১৭২ রানের নজরকাড়া ইনিংস খেলায় ম্যাচ সেরা নির্বাচিত হন বাভুমা। ২৭৮ রান করে সিরিজ সেরা হয়েছেন আইডেন মার্কাম। 

মন্তব্য করুনঃ