• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই বৈশাখ ১৪৩১ রাত ০৯:১৪:৩২ (25-Apr-2024)
  • - ৩৩° সে:

১১:৩৭ এএম, ০৩ ফেব্রুয়ারী ২০২৩


ক্যাটাগরি

বাংলাদেশ
আইন-আদালত

সংসদে পাশ হলো মুজিবনগর বিশ্ববিদ্যালয় আইন


শুক্রবার ৩রা ফেব্রুয়ারি ২০২৩ সকাল ১১:৩৭



সংসদে পাশ হলো মুজিবনগর বিশ্ববিদ্যালয় আইন

ফাইল ছবি

চ্যানেল এস ডেস্ক :

মেহেরপুরে মুজিবনগর বিশ্ববিদ্যালয় স্থাপনের লক্ষ্যে আইন পাশ করেছে সংসদ। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে সংসদ সদস্যদের ভোটে মুজিবনগর বিশ্ববিদ্যালয়, মেহেরপুর বিল ২০২৩ এর অনুমোদন দেয় সংসদ। এদিন সংসদ অধিবেশনে মন্ত্রীদের প্রশ্নোত্তর পর্ব টেবিলে তা উপস্থাপিত হয়।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়। উপস্থাপন করা হয় বেসামরিক বিমান ও পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রতিবেদন। পরে রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদের ভাষণের ওপর আলোচনা করেন সংসদ সদস্যরা।

এ সময় সংসদ সদস্যরা বলেন, বাংলাদেশের বিরুদ্ধে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। নানা প্রতিকূলতা মোকাবেলা করে বাংলাদেশের উন্নয়ন এগিয়ে যাচ্ছে। বিএনপি দেশের স্থিতিশীলতা নষ্টের অপচেষ্টা করছে।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ