• ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই বৈশাখ ১৪৩১ বিকাল ০৩:৫২:০৬ (26-Apr-2024)
  • - ৩৩° সে:

জয়ের অপরাজিত সেঞ্চুরিতে ম্যাচ বাঁচালো টাইগাররা


শনিবার ৩রা জুন ২০২৩ দুপুর ০১:৩৯



জয়ের অপরাজিত সেঞ্চুরিতে ম্যাচ বাঁচালো টাইগাররা

ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: 

দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্টে হাঁকিয়েছিলেন সেঞ্চুরি। আট ম্যাচের ক্যারিয়ারেই বেশ আশা জাগিয়েছিলেন মাহমুদুল হাসান জয়। 

কিন্তু হুট করেই যেন খেই হারিয়ে ফেলেন। প্রায় এক বছর টেস্ট খেলা হয়নি জয়ের। জাতীয় দলের বাইরেও ভালো কিছু করতে পারছিলেন না। 

অবশেষে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে তিনটি চারদিনের ম্যাচের শেষটিতে এসে বড় রানের দেখা মিলেছে জয়ের ব্যাটে। ক্যারিবীয়দের বিপক্ষে ম্যাচ বাঁচানো সেঞ্চুরি করেছেন তিনি। ১৪ চারে ২৬৮ বলে ১১৪ রানে অপরাজিত থাকেন জয়। শেষদিনে দশ উইকেট নিয়ে ৪১৪ রান তাড়া করতে নেমেছিল বাংলাদেশ, চার উইকেট হারিয়ে ৩০৬ রান করার পর ম্যাচ ড্র হয়। 

এমন দুর্দান্ত ইনিংস খেলার পর নিজের আত্মবিশ্বাস বেড়েছে বলে জানিয়েছেন জয়। সিলেটে সাংবাদিকদের তিনি বলেন, ‘অবশ্যই, সেঞ্চুরি করলে সব ব্যাটারেরই অনুভূতিটা ভালো থাকে কারণ আত্মবিশ্বাসটা অনেক বেশি হয়। আমিও অনেক খুশি। সেঞ্চুরি সব ব্যাটারের জন্যই স্পেশাল। এটা আমার জন্য স্পেশাল। ’ 

কয়েক দিন পর ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ। এতে সুযোগ পাওয়ার সম্ভাবনা নিয়ে জানতে চাইলে জয় বলেন, ‘এটা আসলে নির্বাচকদের সিদ্ধান্ত, আমি জানি না। আমি শুধু পারফর্ম করার আমি পারফর্ম করে গেছি। এটা আমার সিদ্ধান্ত না। নির্বাচকরাই ভালো জানেন। ’ 

শেষদিনের উইকেট ব্যাটারদের জন্য বেশ কঠিন ছিল। এর মধ্যেও জয় খেলেছেন ম্যাচ বাঁচানোর তীব্র তাড়না নিয়ে। উইকেট নিয়ে তিনি বলেন, ‘চতুর্থ দিন আসলে উইকেট একটু টার্নিং থাকে। উইকেট ভালোই ছিল। চ্যালেঞ্জিং অবশ্যই। শেষদিনের উইকেট সবসময় চ্যালেঞ্জিং থাকে। ’

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ