• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই বৈশাখ ১৪৩১ দুপুর ০১:০০:৪০ (23-Apr-2024)
  • - ৩৩° সে:

সিরিজ জয়ের লক্ষ্যে টস হেরে ব্যাটিংয়ে টাইগাররা


সোমবার ২০শে মার্চ ২০২৩ দুপুর ০২:০১



সিরিজ জয়ের লক্ষ্যে টস হেরে ব্যাটিংয়ে টাইগাররা

ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

আয়ারল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত জয় দিয়ে শুরু হয়েছে ওয়ানডে সিরিজ। আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে সফরকারীদের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ দল। জিতলেই সিরিজ নিশ্চিত হবে টাইগারদের। এমন সমীকরণে টস হেরে ব্যাটিংয়ে নামছে স্বাগতিকরা। 

সোমবার (২০ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২টায় মাঠে গড়াবে ম্যাচটি। সিরিজে টিকে থাকার লক্ষ্য টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি। 

বাংলাদেশের একাদশে আজ এক পরিবর্তন এসেছে। মুস্তাফিজের জায়গায় একাদশে সুযোগ পেলেন হাসান মাহমুদ। আয়ারল্যান্ডের একাদশেও এক পরিবর্তন এসেছে। গ্যারেথ ডেলানির পরিবর্তে একাদশে ডাক পেয়েছেন অভিষিক্ত ম্যাথু হামফ্রেস। 

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, ইয়াসির আলি, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন, নাসুম আহমেদ। 

আয়ারল্যান্ড একাদশ : অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্পার, ম্যাথু হামফ্রেস, জর্জ ডকরেল, স্টিভেন ডোহেনি, গ্রাহাম হিউম, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লর্কান টাকার।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ