পঞ্চগড়ের আটোয়ারীতে ২০২২-২৩ অর্থ বছরে প্রণোদনা কর্মসুচীর আওতায় খরিপ-২ মৌসুমে সমলয় চাষাবাদে রাইস ট্রান্সপ্লান্টারের সাহায্যে আমন ধানের চারা রোপন কার্যক্রম এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে আটোয়ারী উপজেলার যুগিকাটা এলাকায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠে এ উপলক্ষে আলোচনার সভার আয়োজন করা হয়। আনুষ্ঠানিকভাবে সমলয় চাষাবাদের উদ্বোধন করেন,পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসফিকুল আলম হালিম এর সভাপতিত্বে এসময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ- পরিচালক রিয়াজ উদ্দীন এবং আটোয়ারী উপজেলা কৃষি কর্মকর্তা নুরজাহান খাতুন বক্তব্য রাখেন। আটোয়ারীতে প্রথম বারের মতো ৬৩ জন কৃষকের ৫০ একর জমিতে রাইস ট্রান্সপ্লান্টারের সাহায্য আমন ধানের চারা রোপণ করা হয়।
মন্তব্য করুনঃ