• ঢাকা
  • |
  • সোমবার ১৬ই বৈশাখ ১৪৩১ বিকাল ০৩:১৫:৫১ (29-Apr-2024)
  • - ৩৩° সে:

অ্যান্টার্কটিকা থেকে অসুস্থ গবেষককে উদ্ধার করেছে অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্কঃ  অস্ট্রেলিয়া সফলভাবে অ্যান্টার্কটিকা মহাদেশের একটি দূরবর্তী কেন্দ্র থেকে এক অসুস্থ গবেষককে সরিয়ে নিতে সক্ষম হয়েছে।বিবিসি জানিয়েছে, গত সপ্তাহে তাকে উদ্ধারের জন্য জরুরি উদ্ধার অভিযান শুরু করা হয়। মিশনের জন্য একটি মেডিকেল টিম, একটি বিশাল আইসব্রেকার জাহাজ এবং দুটি হেলিকপ্টার পাঠানো হয়।অস্ট্রেলিয়ান অ্যান্টার্কটিক প্রোগ্রাম (এএপি) জানিয়েছে, বরফ ভাঙা জাহাজ ‘আরএসভি নুয়িনা’ রোগীর চিকিৎসার জন্য তাসমানিয়ার হোবার্ট থেকে পূর্ব অ্যান্টার্কটিকের কেসি রিসার্চ স্টেশনে যেতে প্রায় ৩ হাজার কিলোমিটার পথ অতিক্রম করে।অ্যান্টার্কটিক বরফের ধারে অবস্থিত কেসি গবেষণা কেন্দ্রটি পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থ থেকে  ৩৮৮০ কিলোমিটার দক্ষিণে বুড উপকূলে বেইলি উপদ্বীপের উত্তর অংশে অবস্থিত। এটি অস্ট্রেলিয়া দ্বারা পরিচালিত অ্যান্টার্কটিক উপকূলে তিনটি স্থায়ী স্টেশনগুলোর মধ্যে একটি।