আব্দুর রউফ, পঞ্চগড় প্রতিনিধি :
আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিতব্য পঞ্চগড়ের বোদা পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে প্রচার-প্রচারণা।
শেষ মুহুর্তে গনসংযোগে, সভা-সমাবেশ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। দিচ্ছেন নানা রকম প্রতিশ্রুতি। সকাল থেকে রাত পর্যন্ত পাড়া-মহল্লায় ও ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা।
এদিকে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে স্থানীয় ভোটারদের মাঝেও। চায়ের আড্ডায় ঝড় তুলছেন নির্বাচন নিয়ে। নির্বাচনে সকল প্রার্থীই জয়ের ব্যাপারে আশাবাদী হলেও পছন্দের সৎ ও যোগ্য প্রার্থীকে বেছে নিতে চান সাধারণ ভোটাররা।
নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত আজাহার আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মওদুদ খাঁন, স্বতন্ত্র প্রার্থী আকতার হোসেন হাসান ও দিল রেজা ফেরদৌস সহ মেয়র পদে চারজন, কাউন্সিলর পদে ২৯ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।
এদিকে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সকল প্রস্তুতি নেয়া হবে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আলমগীর।
মন্তব্য করুনঃ